স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেটের টালমাটাল অবস্থাতেও নিজের প্রতিভার প্রমাণ রাখছেন সে দেশের সেরা ব্যাটসম্যান বাবর আজম। রোববার বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৭০০০ রান করে ফেলেছে এই ক্রিকেটার। রাওয়ালপিন্ডিতে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল সাউদার্ন পাঞ্জাব ও সেন্ট্রাল পাঞ্জাব। সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে রান তাড়া করতে নেমে বাবরের স্কোর ২৫ রানে পৌঁছাতেই টি-টোয়েন্টি ক্রিকেটে ৭০০০ রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন তিনি। এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে দ্রুততম ৭০০০ রান করবার কৃতিত্বটি ছিল ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইলের দখলে। বিস্ফোরক ক্যারিবিয়ান ওপেনার ১৯২টি ইনিংস খেলে ৭০০০ রান করেছিলেন। বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির ৭০০০ রান করতে লেগেছিল ২১২টি ইনিংস। ৭০০০ রানের মধ্যে ৬১টি আন্তর্জাতিক ম্যাচ থেকে ৪৬.৮৯ গড়ে বাবরের সংগ্রহ ২,২০৪ রান। পাকিস্তান সুপার লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টের মতো ফ্র?্যাঞ্চাইজি ক্রিকেটে ৮৪টি ম্যাচ খেলে পাক ব্যাটসম্যান ৩,০৫৮ রান করেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে দুরন্ত ফর্মে রয়েছেন বাবর। পাকিস্তানের অন্যতম ভরসা এই ডান হাতি ব্যাটসম্যান ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টটির ছয়টি ম্যাচ খেলে ২৫৯ রান করেছেন। ২৪শে অক্টোবর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামবে পাকিস্তান।