নিজস্ব প্রতিবেদক :
গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুজিত কুমার পাইকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নারায়ণগঞ্জ আদালতে যাওয়ার পথে গ্রেপ্তার ও হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। প্রতারণার অভিযোগে করা একটি মামলায় হাজিরা দিতে নারায়ণগঞ্জ আদালতে যাওয়ার কথা রয়েছে সুজিতের। কোম্পানিটির আবেদনের শুনানি নিয়ে আজ রোববার হাইকোর্টর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস ও সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ। গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, লিন্ডে বাংলাদেশ লিমিটেডের ডিস্ট্রিবিউটর খন্দকার এরশাদ জাহান গ্যাস সরবরাহ বন্ধের অভিযোগ এনে নারায়ণগঞ্জ আদালতে মামলা করেন। এতে অভিযোগ করা হয়, জীবন রক্ষাকারী অক্সিজেন গ্যাসসহ বিভিন্ন মেডিকেল গ্যাস সরবরাহ না দেওয়ায় তিনি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। মামলায় তিনজনকে আসামি করা হয়। আদালত শুনানি নিয়ে সমন জারি করেন। এরপর দুইজন হাজির হয়ে জামিন নেন। তবে সুজিত কুমার হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। সুজিত কুমার পাই এখন ভারত অবস্থান করছেন। তিনি মামলায় হাজিরা দিতে বাংলাদেশে আসতে চান। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি নারায়ণগঞ্জের আদালতে আত্মসমর্পণ করতে যাবেন তিনি। একারণে রিটে নির্দেশনা চাওয়া হয়েছে বিমানবন্দরে নামার পর থেকে নারায়ণগঞ্জ আদালতে পৌঁছানো পর্যন্ত তাকে যেন গ্রেপ্তার ও হয়রানি না করা হয়।
সর্বশেষঃ
আদালতে যাওয়ার পথে সুজিত কুমারকে গ্রেপ্তার নয়: হাইকোর্ট
-
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ০৮:০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
- ১২৯ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ