বান্দরবানে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রশিক্ষন কমান্ডার দিদার হোসেন চম্পাই সহ ৯ জঙ্গিকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
১৪ মার্চ মঙ্গলবার দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গ্রেফতারকৃত ৯জঙ্গিকে হাজির করা হলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল হক ৯ জঙ্গিদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। তারা হলেন- পার্বত্য অঞ্চলের প্রশিক্ষণ কমান্ডার মোঃ দিদার হোসেন মাসুম প্রকাশ চম্পাই (২৫), পিতাঃ আব্দুর রহিম, সদর কুমিল্লা, আল আমিন সর্দার প্রকাশ আব্দুল্লাহ বাহাই (২৯,), পিতাঃ মোঃ ইউনুস সর্দার, সদর, নারায়ণগঞ্জ, সাইনুন রায়হান,প্রকাশ হুজাইফা (২১), পিতাঃ মোঃ আবুল কালাম,কামরাঙ্গীর চর, ঢাকা, তাহিয়াত চৌধুরী পাভেল,প্রকাশ হাফিজুল্লাহ,রিতেং (১৯), পিতা- কামাল আহম্মেদ চৌধুরী, বিয়ানীবাজার, সিলেট, মোঃ লোকমান মিয়া (২৩), পিতা- আব্দুল কাদির, শাহপরান, সিলেট,মোঃ ইমরান হোসেন প্রকাশ সাইতোয়াল,শান্ত (৩৫), পিতাঃ মৃত আব্দুল,আজিজ, লাকসাম, কুমিল্লা, মোঃ আমির হোসেন (২১), পিতা- আনোয়ার হোসেন, কোর্টচাদপুর, ঝিনাইদহ, মোঃ আরিফুর রহমান প্রকাশ লাইলেং(২৮), পিতা- ফারুক হাওলাদার, সদর, বরিশাল এবংশানিম মিয়া প্রকাশ বাকলাই (২৪), পিতা- মোঃ গেয়াস উদ্দিন,ফুলপুর,ময়মনসিংহ পুলিশ জানান,১২ই মার্চ রবিবার ভোরে টংকাবতী এলাকায় র্যাবের অভিযানে ৯ জঙ্গি কে গ্রেফতার সহ বিপুল পরিমাণ অস্ত্র,গোলাবারুদ উদ্ধার হয়।তাদের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে বান্দরবান সদর থানায় মামলার রুজু করা হয়।