নিজস্ব প্রতিবেদক :
আবরার হত্যা মামলার রায়ে প্রকৃত ও ন্যায়বিচার করা হয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, আবরার হত্যা মামলা রায় প্রমাণ করে দেশে আইনের শাসন রয়েছে। বুধবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আইনমন্ত্রী বলেন, আবরার হত্যা মামলার রায়ে প্রকৃত ও ন্যায়বিচার করা হয়েছে। রাষ্ট্রপক্ষ অক্লান্ত পরিশ্রম করে দ্রুত সময়ের মধ্যে বিচার কার্য সম্পন্ন করায় ধন্যবাদ জানাই। তিনি আরও বলেন, এটা বোঝা যায় যে, অন্যায় করে দেদারছে আর ঘুরে বেড়ানো যাবে না। বিচারিক আদালত থেকে নথি উচ্চ আদালতে এলে দ্রুত পেপার বুক তৈরির জন্য রাষ্ট্রপক্ষ থেকে সহায়তা করা হবে। বিদেশে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে কোনো আইনি সুযোগ রয়েছে কিনা? বিএনপি আইনজীবীদের আবেদনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার বিষয়ে এখনো আইনের দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে। কাছাকাছি পৌঁছে গেছি। দ্রুতই জানানো হবে। পদত্যাগকারী তথ্য প্রতিমন্ত্রীর সংসদ সদস্য পদ থাকবে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তার বহিষ্কারের পত্রটি জেলা থেকে কেন্দ্রে এলে পরবর্তী পদক্ষেপের বিষয় জানা যাবে। তবে তার কর্মকা-ে আমি গভীরভাবে ক্ষুদ্ধ। শুধু সংসদ নয়, কোনো বিবেকবান মানুষ এটা করতে পারেন না।
সর্বশেষঃ
আবরার হত্যা মামলায় ন্যায়বিচার হয়েছে: আইনমন্ত্রী
-
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ০৯:০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
- ২০১ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ