নিজস্ব প্রতিবেদক :
আমাদের ৪ লাখ কোটি টাকা রিজার্ভ আছে, আমরা সাহায্যের জন্য হাত পাতি না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ শুক্রবার দুপুরে সুনামগঞ্জের পৌর শহরের মল্লিকপুর এলাকায় জনতা চক্ষু হাসপাতালের উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন। পরিকল্পনামন্ত্রী বলেন, বাজেটের এক টাকাও খয়রাতি না, আল্লাহ সাক্ষী আমরা এখন অনেক টাকা দান করি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করেছিলেন তখন অনেকে বলেছিলে বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে। কিন্তু দেশ দেউলিয়া হয়নি। রিজার্ভ বেড়েছে আমাদের। এই টাকা গুলো আমরা ব্যয় করবো মানুষের কল্যাণে। যেখানে মানুষের উপকার হবে। বিদ্যুৎ, সড়ক, সেতু, পানি, ল্যাটিন, স্কুল, হাসপাতাল, রেললাইন এই গুলোতে আমরা ব্যয় করবো। পরিকল্পনামন্ত্রী বলেন, সবকিছুর মূল কারিগর হচ্ছে জনগণ, কৃষক মজুর তারা মূল নায়ক আর সকল কিছুর প্রধান নেতা হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবকিছুর জন্য একটা নেতৃত্ব দরকার আর সেই নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। আমাদের নিশ্চয় মনে আছে কেউ দেখেছি কেউ আবার ইতিহাস পড়ে জেনেছি বঙ্গবন্ধু কিভাবে যুদ্ধবিধ্বস্ত দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করেছেন। এখন তারই মেয়ে দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, আমি এখানে আমার নেতা শেখ হাসিনার সার্টিফিকেট দেওয়ার জন্য এসব কথা বলছি না। বয়স্ক মানুষ হিসেবে বলছি। মন্ত্রি না থাকলে কিছু হবে না, অনেক সম্মান পেয়েছি আপনাদের কাছ থেকে। আপনাদের দোয়ায় মন্ত্রিত্ব না থাকলেও খাওয়ার ব্যবস্থা আছে। পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশের দ্রারিদ্র্যের কলঙ্ক, গরিবী কলঙ্ক, হাত পাতার কলঙ্ক, বিদেশি পঁচা গম খাওয়ার কলঙ্ক সবকিছু মুছে গেছে। দেশ সমৃদ্ধ হচ্ছে শেখ হাসিনা নেতৃত্বে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনাদের অনেক সুযোগ সুবিধা দেয়া হয়েছে কিন্তু কর্মস্থলে অনুপস্থিত থাকেন। আমি গ্রামের মানুষ আমি আমার এলাকার খবর জানি শহরে থাকেন অনেকই ভাল কথা এখান থেকে তো শান্তিগঞ্জ উপজেলা ৩০ মিনিটের দূরত্ব সহজেই যাওয়া যায়। দয়া করে আপনারা ৯টা থেকে ৫টা পর্যন্ত অফিস করবেন। এজন্য আমাদের জনগণকেও সচেতন হতে হবে। অনুষ্ঠানে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পৌর মেয়র নাদের বখত প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা
০৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
সর্বশেষঃ
আমরা সাহায্যের জন্য হাত পাতি না: পরিকল্পনামন্ত্রী
-
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ০৯:১৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
- ১৬৩ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ