• বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫০ অপরাহ্ন
  • ই-পেপার
সর্বশেষ
চট্টগ্রামে চলমান-প্রস্তাবিত কার্যক্রম প্রসঙ্গে নানা প্রশ্নের ব্যাখ্যা দিলেন বাপাউবো বিজিবি-বিএসএফের মহানুভবতায় জিরো পয়েন্টে মা-মেয়ের শেষবিদায় বাংলাদেশে গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের প্রতিবেদন, বিশ্বমিডিয়ায় তোলপাড় ‘মব’ সংস্কৃতির কারণে জাতীয় সম্ভাবনা ভূলুণ্ঠিত হচ্ছে: মাহফুজ আলম অপারেশন ডেভিল হান্টে আশানুরূপ অস্ত্র উদ্ধার হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনা আইয়ামে জাহেলিয়াতের নমুনা প্রতিষ্ঠা করে গেছেন: ড. ইউনূস ডিসেম্বরকে লক্ষ্য রেখে জাতীয় নির্বাচনেরই প্রস্ততি নিচ্ছে ইসি দদুর্নীতির বড় অভিযুক্তরা পাশের দেশে আছেন: দুদক চেয়ারম্যান এবারও আসছে তীব্র তাপপ্রবাহ, নেই তেমন প্রস্তুতি লিবিয়ায় দুই গণকবর থেকে ৪৯ অভিবাসী-শরণার্থীর মরদেহ উদ্ধার

আর্কাইভস দেশের ইতিহাস ও ঐতিহ্যের সংরক্ষণাগার: সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী

Reporter Name / ১৪৩ Time View
Update : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদক :
আর্কাইভস দেশের ইতিহাস ও ঐতিহ্যের সংরক্ষণাগার বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেন, আর্কাইভস তথ্যের নির্ভরযোগ্য উৎস, যা প্রশাসনিক কর্মকা-ের জবাবদিহি ও স্বচ্ছতার ভিত্তি নির্মাণ করে। এটি সিদ্ধান্ত, কাজ ও স্মৃতির ধারক।  রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘অ্যাডভান্সড আরকাইভাল রেকর্ড ম্যানেজমেন্ট’ ও ‘আধুনিক গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ক বেসিক কোর্স’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, আর্কাইভস দেশের ইতিহাস ও ঐতিহ্যের সংরক্ষণাগার। এটি ব্যক্তি ও গোষ্ঠীর স্মৃতি সংরক্ষণের মাধ্যমে সমাজ উন্নয়নে প্রয়োজনীয় ভূমিকা রাখে। মোদ্দাকথা একটি রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ আর্কাইভস। কেননা, সব গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত এখানে সংরক্ষিত হয়। তিনি বলেন, প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। দোলনা থেকে কবর পর্যন্ত মানুষ জ্ঞানার্জন করে থাকে। প্রশিক্ষণের ক্ষেত্রে আগ্রহ ও সময়ানুবর্তিতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। দশ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স দুটি ১৯ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রশিক্ষণে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, জেলা প্রশাসকের কার্যালয় ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা এবং দেশের বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানের গ্রন্থাগার পেশায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা অংশ নিচ্ছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক ফরিদ আহমদ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার অব কপিরাইট জাফর রাজা চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক (আরকাইভস) সুজায়েত উল্যাহ। স্বাগত বক্তব্য রাখেন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক (গ্রন্থাগার ও অর্থ ব্যবস্থাপনা) আবু দাউদ মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category