• বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন
  • ই-পেপার
সর্বশেষ
চট্টগ্রামে চলমান-প্রস্তাবিত কার্যক্রম প্রসঙ্গে নানা প্রশ্নের ব্যাখ্যা দিলেন বাপাউবো বিজিবি-বিএসএফের মহানুভবতায় জিরো পয়েন্টে মা-মেয়ের শেষবিদায় বাংলাদেশে গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের প্রতিবেদন, বিশ্বমিডিয়ায় তোলপাড় ‘মব’ সংস্কৃতির কারণে জাতীয় সম্ভাবনা ভূলুণ্ঠিত হচ্ছে: মাহফুজ আলম অপারেশন ডেভিল হান্টে আশানুরূপ অস্ত্র উদ্ধার হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনা আইয়ামে জাহেলিয়াতের নমুনা প্রতিষ্ঠা করে গেছেন: ড. ইউনূস ডিসেম্বরকে লক্ষ্য রেখে জাতীয় নির্বাচনেরই প্রস্ততি নিচ্ছে ইসি দদুর্নীতির বড় অভিযুক্তরা পাশের দেশে আছেন: দুদক চেয়ারম্যান এবারও আসছে তীব্র তাপপ্রবাহ, নেই তেমন প্রস্তুতি লিবিয়ায় দুই গণকবর থেকে ৪৯ অভিবাসী-শরণার্থীর মরদেহ উদ্ধার

ইংরেজিতে কথা না বলেও পিছিয়ে নেই রাশিয়া-চীন: পরিকল্পনামন্ত্রী

Reporter Name / ১৩৭ Time View
Update : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদক :
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ইংরেজি ভাষায় কথা না বলেও পিছিয়ে নেই রাশিয়া-চীন। তবে কেনইবা আমরা বাংলা ভাষায় কথা বলে এগিয়ে যাবো না। আজ রোববার নগরীর পরিসংখ্যান ভবনের মিলনায়তনে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২২ উপলক্ষে এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ভাষার ব্যবহার বাংলায় হতে হবে। কেন ইংরেজি ভাষার প্রাধান্য হতে হবে? জাপান-রাশিয়া-চীন কয়টা ইংরেজি বলে। ইংরেজি ভাষায় কথা না বলেও পাহাড় সমুদ্রসহ পৃথিবীর সবকিছু জয় করছে রাশিয়া-চীন। কেউ আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে ইংরেজি ছাড়া চলে না। ইংরেজি ভাষার ৭০ ভাগ শব্দ ল্যাটিন। ইংরেজি ভাষা পরের ওপর নির্ভরশীল। তিনি আরও বলেন, আমরা চাপ অব্যাহত রাখবো বাংলা প্রচলনে। নিজেকে বাঙালি বলতে লজ্জা কী? তথ্য দেওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, তথ্য নিয়মিত দিতে হবে। নিয়মিত ডাটা দিতে হবে। সকালের ডাটা বিকেলে দিলে হবে না। পরিকল্পনামন্ত্রী বলেন, দিন দিন বিবিএস এর গুরুত্ব বাড়ছে। পরবর্তীতে ডাটাই হবে বড় দানব। দানব সম্পদও দিতে পারে হত্যাও করতে পারে। জনশুমারি প্রসঙ্গে মন্ত্রী বলেন, জনশুমারি সঠিক সময়ে করতে পারিনি। সেন্সাস নিয়ে সমস্যায় পড়েছি। উদ্দেশ্য আমাদের সৎ। প্রধানমন্ত্রীকে আমি অবহিত করেছি। তবে আশা করি মার্চ ও এপ্রিল মাসে জনশুমারি নিয়ে আশার আলো দেখবো। পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, পরিকল্পনা গ্রহণে তথ্যের সঠিকতা দরকার। বিদেশে দেশকে ব্র্যান্ডিং করতে তথ্যের গুরুত্ব অনেক। আমাদের সবসময় সঠিক তথ্য দিতে হবে। এটা না দিলে দেশের সঠিক পরিকল্পনা নেওয়া সম্ভব না। তিনি আরও বলেন, বিশ্বে বাংলাদেশকে তুলে ধরতে আন্তর্জাতিক মানের তথ্য দিতে হবে। উন্নয়নে দেশ তুলে ধরার সূচক জাতিসংঘ তুলে ধরে। জাতিসংঘের সূচকে আমরা গ্রাজুয়েশন করেছি। সুতরাং সময়মতো সঠিক তথ্য দিতে হবে। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিবিএস মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলামসহ সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category