আন্তর্জাতিক ডেস্ক :
ইউক্রেনের খেরসনে ব্যাপক গোলাবর্ষণ করেছে রাশিয়ার সেনাবাহিনী। শনিবারের (২৪ ডিসেম্বর) এই হামলায় সাতজনের প্রাণহানি হয়েছে। তাছাড়া আহত হয়েছেন ৫৮ জন। তাদের মধ্যে ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক। খবর আল-জাজিরার।
খেরসন অঞ্চলের প্রসিকিউটর অফিস তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে জানিয়েছে, রুশ হামলায় অন্তত আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
এমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, গোলাবর্ষণের পর শহরের আবাসিক এলাকার অনেক গাড়িতে আগুন ধরে যায়।
প্রসিকিউটর অফিস টেলিগ্রাম বার্তায় আরও জানায়, ঘটনার ৪০ মিনিট পর আগুন নিভে যায়। তবে হতাহতের সংখ্যা এখনো বাড়ছে।
এদিকে ইউক্রেনের জন্য নতুন করে সাড়ে চার হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজের চূড়ান্ত অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভ। এক দশমিক ৬৬ ট্রিলিয়ন সরকারি ফান্ডিং বিলের অংশ হিসেবে এই অনুমোদ দেওয়া হয়েছে।
এমন খবর প্রকাশের পরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক টুইট বার্তায় মার্কিন কংগ্রেসের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তাছাড়া যুক্তরাষ্ট্র শুরু থেকেই ইউক্রেনের সংগ্রামের পাশে রয়েছে।