ঢাকা, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ | ই-পেপার

ওটিটি প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে নীতিমালার অগ্রগতি জানতে চান হাইকোর্ট

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৭:৩৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
  • / ২৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
দেশজুড়ে অনলাইন প্ল্যাটফর্ম ওভার দ্য টপ (ওটিটি) থেকে অশ্লীলতা রোধ, রাজস্ব আদায় এবং এসব প্লাটফর্ম নিয়ন্ত্রণে চূড়ান্ত নীতিমালা করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই নীতিমালা চূড়ান্তের জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তার অগ্রগতি প্রতিবেদন আগামী ২৬ মে দাখিল করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন লিমিটেড (বিটিআরসি)-কে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ফাতেমা নজীবের সমন্বয়ে গঠিত বেঞ্চ এসব আদেশ দেন। আদালতে এদিন রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. তানভীর আহমেদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। এর আগে ২০২০ সালের ১৪ জুন বাংলাদেশি ওয়েব সিরিজের বিতর্কিত অংশ বাদ দিতে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন আইনজীবী তানভীর আহমেদ। সে নোটিশের কোনো পদক্ষেপ না নেওয়ায় তিনি হাইকোর্টে রিট করেন। ওই রিটের শুনানি নিয়ে এই আদেশ দেন আদালত। এরপর ২০২০ সালের ১৫ জুলাই ইন্টারনেট ও বিভিন্ন সামাজিক মাধ্যমে (ওটিটি প্ল্যাটফর্ম) ছড়িয়ে পড়া ওয়েব সিরিজের অনৈতিক, নিন্দনীয় ও আইনবহির্ভূত ভিডিও’র অংশগুলো সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। পাশাপাশি এসবের সঙ্গে জড়িতদের বিষয়ে অনুসন্ধান করে একটি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। ২০২০ সালের ৮ সেপ্টেম্বর নেটফ্লিক্স, হইচই-সহ ইন্টারনেট মাধ্যমে (ওটিটি প্ল্যাটফর্ম) ছড়িয়ে পড়া ওয়েব সিরিজের অনৈতিক, নিন্দনীয় ও আইন বহির্ভূত ভিডিও’র অংশগুলি সরিয়ে ফেলতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এছাড়াও নেটফ্লিক্সের মতো অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মগুলো থেকে কিভাবে সরকারি রেভিনিউ সংগ্রহ করেন তা বিটিআরসিকে জানাতে নির্দেশ দিয়েছিলেন আদালত। পরে ২০২১ সালের ১৮ জানুয়ারি অনলাইন প্ল্যাটফর্ম ওটিটি (ওভার দ্য টপ) থেকে অশ্লীলতা রোধ, রাজস্ব আদায় এবং এসব প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে খসড়া নীতিমালা প্রণয়নের নির্দেশ দেন হাইকোর্ট। ওই নির্দেশনার ধারাবাহিকতায় অনলাইন প্ল্যাটফর্ম ওটিটি (ওভার দ্য টপ) থেকে অশ্লীলতা রোধ, রাজস্ব আদায় এবং এসব প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে নীতিমালা করতে কমিটি গঠন করে বিটিআরসি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ওটিটি প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে নীতিমালার অগ্রগতি জানতে চান হাইকোর্ট

আপডেট সময়ঃ ০৭:৩৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক :
দেশজুড়ে অনলাইন প্ল্যাটফর্ম ওভার দ্য টপ (ওটিটি) থেকে অশ্লীলতা রোধ, রাজস্ব আদায় এবং এসব প্লাটফর্ম নিয়ন্ত্রণে চূড়ান্ত নীতিমালা করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই নীতিমালা চূড়ান্তের জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তার অগ্রগতি প্রতিবেদন আগামী ২৬ মে দাখিল করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন লিমিটেড (বিটিআরসি)-কে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ফাতেমা নজীবের সমন্বয়ে গঠিত বেঞ্চ এসব আদেশ দেন। আদালতে এদিন রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. তানভীর আহমেদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। এর আগে ২০২০ সালের ১৪ জুন বাংলাদেশি ওয়েব সিরিজের বিতর্কিত অংশ বাদ দিতে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন আইনজীবী তানভীর আহমেদ। সে নোটিশের কোনো পদক্ষেপ না নেওয়ায় তিনি হাইকোর্টে রিট করেন। ওই রিটের শুনানি নিয়ে এই আদেশ দেন আদালত। এরপর ২০২০ সালের ১৫ জুলাই ইন্টারনেট ও বিভিন্ন সামাজিক মাধ্যমে (ওটিটি প্ল্যাটফর্ম) ছড়িয়ে পড়া ওয়েব সিরিজের অনৈতিক, নিন্দনীয় ও আইনবহির্ভূত ভিডিও’র অংশগুলো সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। পাশাপাশি এসবের সঙ্গে জড়িতদের বিষয়ে অনুসন্ধান করে একটি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। ২০২০ সালের ৮ সেপ্টেম্বর নেটফ্লিক্স, হইচই-সহ ইন্টারনেট মাধ্যমে (ওটিটি প্ল্যাটফর্ম) ছড়িয়ে পড়া ওয়েব সিরিজের অনৈতিক, নিন্দনীয় ও আইন বহির্ভূত ভিডিও’র অংশগুলি সরিয়ে ফেলতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এছাড়াও নেটফ্লিক্সের মতো অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মগুলো থেকে কিভাবে সরকারি রেভিনিউ সংগ্রহ করেন তা বিটিআরসিকে জানাতে নির্দেশ দিয়েছিলেন আদালত। পরে ২০২১ সালের ১৮ জানুয়ারি অনলাইন প্ল্যাটফর্ম ওটিটি (ওভার দ্য টপ) থেকে অশ্লীলতা রোধ, রাজস্ব আদায় এবং এসব প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে খসড়া নীতিমালা প্রণয়নের নির্দেশ দেন হাইকোর্ট। ওই নির্দেশনার ধারাবাহিকতায় অনলাইন প্ল্যাটফর্ম ওটিটি (ওভার দ্য টপ) থেকে অশ্লীলতা রোধ, রাজস্ব আদায় এবং এসব প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে নীতিমালা করতে কমিটি গঠন করে বিটিআরসি।