ঢাকা ০১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

গোপালগঞ্জের সাংবাদিক মোর্শেদায়ান নিশান কর্তৃক তার স্ত্রী হত্যা মামলার রায় আগামীকাল

  • দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৮:১০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
  • ১৭৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ মাছরাঙা টেলিভিশনের সাংবাদিক মোর্শেদায়ান নিশান কর্তৃক তার স্ত্রী জাকিয়া বেগমের হত্যা মামলার রায় আগামীকাল ২৭/১/২০২২ ইং তারিখ ঘোষণা করা হবে। এই রায় ঘোষণা করবেন ঢাকার দ?্রুত বিচার ট্রাইব্যুনাল ২ এর বিচারক জনাব মোহাম্মদ জাকির হোসেন সাহেব। মামলার বিবরণে প্রকাশ : বিগত ০৫/০২/২০১৬ ইং তারিখে রাত অনুমান ০২:০০ টার সময় গোপালগঞ্জ জেলার সিলনা রোড বেদগ্রাম ৬৩৯ /৫ নং বাড়িতে গোপালগঞ্জ মাছরাঙা টেলিভিশনের সাংবাদিক মোর্শেদায়ান নিশানের বসতবাড়িতে তার স্ত্রী জাকিয়া বেগমকে ১ (এক) কোটি টাকা যৌতুকের জন্য তাকে রক্তাক্ত কাটা জখমসহ খুন করে। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলের বাড়িতে গিয়ে আসামী মোর্শেদায়ান নিশান, তার ভাই এহসান সুশান, বোনজামাই মোহাম্মদ হাসান শেখ ও ম্যানেজার আনিসুর রহমানকে আটক সহ জাকিয়া বেগমকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। তাছাড়া ঘটনার পূর্বে জাকিয়া বেগমের পিতা আলহাজ্ব জালাল উদ্দিন মল্লিক তার মেয়ের সুখ ও কল্যান বিষয়ে চিন্তা করে ঘটনাস্থলের দোতলা বাড়িটি তৈরি করে দিয়েছিল। এই ব?্যাপারে আলহাজ্ব জালাল উদ্দিন মল্লিক বাদী হয়ে জাকিয়া বেগমের স্বামী মোর্শেদায়ান নিশান, তার ভাই এহসান সোশান, বোনজামাই মোহাম্মদ হাসান শেখ ও ম্যানেজার আনিসুর রহমানের বিরুদ্ধে বাদী হয়ে গোপালগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী অফিসার বিগত ০৯/০৬/২০১৬ ইং তারিখে আদালতে উক্ত ৪ (চার) জন আসামীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। বিগত ০৭/০৯/২০১৬ ইং তারিখে আদালত আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। বিজ্ঞ আদালত অত্র মামলায় ২০ (বিশ) জন সাক্ষীর জবানবন্দি ও জেরা রেকর্ড করেন। প্রকাশ থাকে যে, জাকিয়া বেগম এর একমাত্র পুত্র নাফি উরফে আদর তার পিতা নিশান সহ ৪ (চার) জনের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করেছে। আদালত রাষ্ট্র পক্ষ ও আসামী পক্ষের বিজ্ঞ আইনজীবীদের যুক্তিতর্ক শুনানি শেষে আগামী ২৭/০১/২০২২ ইং তারিখ রায়ের জন্য দিন ধার্য করেন। অত্র মামলায় রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সৈয়দ শামসুল হক বাদল স্পেশাল পি.পি, বাদীর নিয়োজিত আইনজীবী মোহাম্মদ আবু আব্দুল্লাহ ভূইয়া স্পেশাল পি.পি, আব্দুস সোবহান তরফদার এডভোকেট, মেহেদী হাসান এডভোকেট, মোহাম্মদ বদিউল আলম ভূইয়া এডভোকেট , কাজী ইউসুফ আলী এডভোকেট এবং আসামী পক্ষে মামলা পরিচালনা করেন মাহবুব আহমেদ এডভোকেট, ফারুক আহমেদ এডভোকেট ও পূর্ণেন্দু দেবনাথ পিনাকি এডভোকেট।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না: প্রধান উপদেষ্টা

গোপালগঞ্জের সাংবাদিক মোর্শেদায়ান নিশান কর্তৃক তার স্ত্রী হত্যা মামলার রায় আগামীকাল

আপডেট সময়ঃ ০৮:১০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২

গোপালগঞ্জ মাছরাঙা টেলিভিশনের সাংবাদিক মোর্শেদায়ান নিশান কর্তৃক তার স্ত্রী জাকিয়া বেগমের হত্যা মামলার রায় আগামীকাল ২৭/১/২০২২ ইং তারিখ ঘোষণা করা হবে। এই রায় ঘোষণা করবেন ঢাকার দ?্রুত বিচার ট্রাইব্যুনাল ২ এর বিচারক জনাব মোহাম্মদ জাকির হোসেন সাহেব। মামলার বিবরণে প্রকাশ : বিগত ০৫/০২/২০১৬ ইং তারিখে রাত অনুমান ০২:০০ টার সময় গোপালগঞ্জ জেলার সিলনা রোড বেদগ্রাম ৬৩৯ /৫ নং বাড়িতে গোপালগঞ্জ মাছরাঙা টেলিভিশনের সাংবাদিক মোর্শেদায়ান নিশানের বসতবাড়িতে তার স্ত্রী জাকিয়া বেগমকে ১ (এক) কোটি টাকা যৌতুকের জন্য তাকে রক্তাক্ত কাটা জখমসহ খুন করে। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলের বাড়িতে গিয়ে আসামী মোর্শেদায়ান নিশান, তার ভাই এহসান সুশান, বোনজামাই মোহাম্মদ হাসান শেখ ও ম্যানেজার আনিসুর রহমানকে আটক সহ জাকিয়া বেগমকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। তাছাড়া ঘটনার পূর্বে জাকিয়া বেগমের পিতা আলহাজ্ব জালাল উদ্দিন মল্লিক তার মেয়ের সুখ ও কল্যান বিষয়ে চিন্তা করে ঘটনাস্থলের দোতলা বাড়িটি তৈরি করে দিয়েছিল। এই ব?্যাপারে আলহাজ্ব জালাল উদ্দিন মল্লিক বাদী হয়ে জাকিয়া বেগমের স্বামী মোর্শেদায়ান নিশান, তার ভাই এহসান সোশান, বোনজামাই মোহাম্মদ হাসান শেখ ও ম্যানেজার আনিসুর রহমানের বিরুদ্ধে বাদী হয়ে গোপালগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী অফিসার বিগত ০৯/০৬/২০১৬ ইং তারিখে আদালতে উক্ত ৪ (চার) জন আসামীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। বিগত ০৭/০৯/২০১৬ ইং তারিখে আদালত আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। বিজ্ঞ আদালত অত্র মামলায় ২০ (বিশ) জন সাক্ষীর জবানবন্দি ও জেরা রেকর্ড করেন। প্রকাশ থাকে যে, জাকিয়া বেগম এর একমাত্র পুত্র নাফি উরফে আদর তার পিতা নিশান সহ ৪ (চার) জনের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করেছে। আদালত রাষ্ট্র পক্ষ ও আসামী পক্ষের বিজ্ঞ আইনজীবীদের যুক্তিতর্ক শুনানি শেষে আগামী ২৭/০১/২০২২ ইং তারিখ রায়ের জন্য দিন ধার্য করেন। অত্র মামলায় রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সৈয়দ শামসুল হক বাদল স্পেশাল পি.পি, বাদীর নিয়োজিত আইনজীবী মোহাম্মদ আবু আব্দুল্লাহ ভূইয়া স্পেশাল পি.পি, আব্দুস সোবহান তরফদার এডভোকেট, মেহেদী হাসান এডভোকেট, মোহাম্মদ বদিউল আলম ভূইয়া এডভোকেট , কাজী ইউসুফ আলী এডভোকেট এবং আসামী পক্ষে মামলা পরিচালনা করেন মাহবুব আহমেদ এডভোকেট, ফারুক আহমেদ এডভোকেট ও পূর্ণেন্দু দেবনাথ পিনাকি এডভোকেট।