• বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:২৬ অপরাহ্ন
  • ই-পেপার

ঘুমধুম সিমান্ত পরিদর্শনে বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি

Reporter Name / ১৩৪ Time View
Update : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

মোঃ জুয়েল হোসাইন :

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সিমান্তে কয়েকদিনের চলমান পরিস্থিতিতে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে,বাংলাদেচ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অণু বিভাগের ভারপ্রাপ্ত মহাপরিচালক নাজমুল হুদার দপ্তরে মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করা হয়েছিল এবং উদ্ভুত পরিস্থিতিতে এর কড়া সমালোচনাও করা হয়েছে বাংলাদেশের পক্ষ হতে।এই নিয়ে চারবার তলব করা হলো মিয়ানমার রাস্ট্র দুতকে। চলমান পরিস্থিতিতে সম্পর্কে বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি অব্যাহত থাকার প্রেক্ষিতে সীমান্তের বাংলাদেশি যেসব পরিবার ঝুঁকির মুখে রয়েছে, তাদের সরিয়ে নিতে,সে খেত্রে বর্তমান ঝুঁকি পরিস্থিতি ও তাদের নিজস্ব মতামতকে গুরুত্ব দেয়া হবে। সে ব্যাপারে প্রাথমিক প্রস্তুতি রাখা হয়েছে। পরিস্থিতি খারাপ হলে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান এর আগে ঘুমধুম ইউপি কার্যালয়ে স্থানীয়দের ঝুঁকির বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে একটি বৈঠক করেন জেলা প্রশাসক। এসময় সাথে ছিলেন বান্দরবানের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম। তুমব্রু সীমান্তে সর্তক অবস্থানে থাকবে বিজিবি, সরানো হচ্ছে স্থানীয়দের জেলা প্রশাসক বলেন, দেশের নাগরিকদের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে সরকার। এই বিষয়ে জেলা প্রশাসন সার্বক্ষণিক নজরদারি রেখেছে। ঝুঁকির মুখে স্থানীয়দের সরিয়ে নিতে উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে। এই নিয়ে প্রাথমিক সিদ্ধান্ত রাখা হয়েছে। আপাতত তিনশ পরিবারকে সরিয়ে নেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। যারা তুমব্রু, ঘুমধুম, ফাত্রাঝিরি ও সীমান্তের খুব কাছের তাদের সরানো হবে। জেলা প্রশাসক আরও বলেন, সরিয়ে নেয়ার পরিকল্পনায়য় থাকা তিনশ পরিবারের আশ্রয়ের জন্য স্থান খোঁজা হচ্ছে। মূলকথা সরিয়ে নেয়ার ব্যাপারে সব কিছু গুছিয়ে রাখা হয়েছে। তুমব্রু সীমান্তে মিয়ানমারের ছোঁড়া মর্টারশেলে বাংলাদেশে নিহত ১, আহত ৭ এর আগে নিরাপত্তার ঝুঁকির কারণে উখিয়ার কুতুপালংয়ে সরিয়ে নেয়া ঘুমধুম উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বান্দরবানের জেলা প্রশাসক ও পুলিশ সুপার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category