• বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
  • ই-পেপার
সর্বশেষ
চট্টগ্রামে চলমান-প্রস্তাবিত কার্যক্রম প্রসঙ্গে নানা প্রশ্নের ব্যাখ্যা দিলেন বাপাউবো বিজিবি-বিএসএফের মহানুভবতায় জিরো পয়েন্টে মা-মেয়ের শেষবিদায় বাংলাদেশে গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের প্রতিবেদন, বিশ্বমিডিয়ায় তোলপাড় ‘মব’ সংস্কৃতির কারণে জাতীয় সম্ভাবনা ভূলুণ্ঠিত হচ্ছে: মাহফুজ আলম অপারেশন ডেভিল হান্টে আশানুরূপ অস্ত্র উদ্ধার হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনা আইয়ামে জাহেলিয়াতের নমুনা প্রতিষ্ঠা করে গেছেন: ড. ইউনূস ডিসেম্বরকে লক্ষ্য রেখে জাতীয় নির্বাচনেরই প্রস্ততি নিচ্ছে ইসি দদুর্নীতির বড় অভিযুক্তরা পাশের দেশে আছেন: দুদক চেয়ারম্যান এবারও আসছে তীব্র তাপপ্রবাহ, নেই তেমন প্রস্তুতি লিবিয়ায় দুই গণকবর থেকে ৪৯ অভিবাসী-শরণার্থীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামে রেলওয়ে সুপার মার্কেট জবরদখলের পাঁয়তারা

Reporter Name / ১৭ Time View
Update : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

চট্টগ্রাম ব্যুরো :
 চট্টগ্রামের আইসফ্যাক্টরি রোডে রেলের জমিতে আবস্থিত রেলওয়ে সুপার মার্কেটটি জবরদখলের পাঁয়তারা করছে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট। সম্প্রতি তারা মার্কেট এলাকায় এসে শোডাউন দিয়ে মার্কেটের মালিক পক্ষের লোকদেও গালিগালাজ ও প্রাণনাশের হুমকী দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব বিষয় উল্লেখ করে মার্কেটের ব্যবসায়ী মো. মতিউর রহমান বাদি হয়ে গত শনিবার (১ ফেব্রুয়ারি) ৪ জনের নাম উল্লেখ করে স্থানীয় কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন।
জিডির বিবাদীরা হলেন, ডবলমুরিং থানার ঝর্ণাপাড়া এলাকার ঈদগাঁও এর নাদুরুজ্জামানের পুত্র রুহুল আমিন (৪০),  আকবরশাহ থানার সেভেন মার্কেটের মো. আলী (৬০), ডবলমুরিং থানার ঈদগাঁও এলাকার সাহাব উদ্দিন ওরফে লাদেন (৫৫), কোতোয়ালি থানার স্টেশন কলোনি এলাকার ফারুক  প্র.হকার ফারুক (৫০)। জিডির বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম।
আইস ফ্যাক্টরী রোডের শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেট সমিতির সদস্য মতিউর রহমানের করা জিডির সুত্রে জানা গেছে, বিগত ২০১৮ সালের ১ জুলাই জমিটি বাংলাদেশ রেলওয়ের নিয়ম অনুযায়ী  লীজ নেয় আইস ফ্যাক্টরী রোড ব্যবসায়ী সমিতি ও চুনার গুদাম ট্রাক মালিক ব্যবসায়ী সমবায় সমিতির নামে। লাইসেন্স বরাদ্দ প্রাপ্তির পর থেকে টিনশেড দোকান নির্মান করে ব্যবসা পরিচালনা করে আসছে ব্যবসায়ীরা। বরাদ্দকৃত রেল ভূমিতে ব্যবসা আরম্ভের পর হতে স্থাপনা নিয়ে বিবাদীগন মার্কেট সমিতির সভাপতি, সেক্রেটারি ও বিভিন্ন সদস্যদের হুমকি ধমকি ও হয়রানি করে আসছে।
 এর ধারাবাহিকতায় গত  ২৮ জানুয়ারি সন্ধ্যায় বিবাদীগন শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেটের অভ্যন্তরে ডুকে লীজ নেওয়া ভূমি জবর দখলের নিমিত্তে সেখানে থাকা ব্যবসায়ীদের উদ্দেশ্য করে গালিগালাজ সহ ভয়ভীতি প্রদর্শন করতে থাকে।  ৩১ জানুয়ারি (শুক্রবার) বিকালে পুনঃরায় বিবাদীগণ শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেটের সমিতির অফিসের সামনে আসে এবং দ্রুত সময়ের মধ্যে তাদের মার্কেট বুঝিয়ে না দিলে তারা সমিতির সেক্রেটারি মোহাম্মদ শাহ আলমসহ সমিতির অন্যান্য সদস্যদের প্রাণে মেরে ফেলবে মর্মে হুমকি ধমকি দিয়ে চলে যায়। বিবাদীর প্রতিনিয়ত হুমকিতে মার্কেটে থাকা ব্যবসায়ীরা ভীত অবস্থায় আছে বলে জিডিতে উল্লেখ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category