• সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন
  • ই-পেপার
সর্বশেষ
দদুর্নীতির বড় অভিযুক্তরা পাশের দেশে আছেন: দুদক চেয়ারম্যান এবারও আসছে তীব্র তাপপ্রবাহ, নেই তেমন প্রস্তুতি লিবিয়ায় দুই গণকবর থেকে ৪৯ অভিবাসী-শরণার্থীর মরদেহ উদ্ধার তিন জিম্মির বিনিময়ে ১৮৩ ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরায়েল শিক্ষার্থীদের দেওয়া তথ্যে সাবেক এমপি চয়নকে গ্রেফতার করলো পুলিশ হাওরে কৃষি জমিতে কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ করার পরামর্শ প্রাণিসম্পদ উপদেষ্টার ‘ডেভিল শেষ না হওয়া পর্যন্ত অপারেশন চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের সেই ২৫ কর্মকর্তার লকারই পায়নি দুদক কৃষিঋণ বিতরণ কমায় বোরো উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা আমরা একটি সুস্থ জাতি দেখতে চাই: সেনাপ্রধান

চট্টগ্রামে সন্তানকে বালিশচাপা দিয়ে হত্যাচেষ্টা, বাবার বিরুদ্ধে মামলা

Reporter Name / ৪৫৪ Time View
Update : সোমবার, ১১ অক্টোবর, ২০২১

নিজস্ব প্রতিবেদক :
স্ত্রীকে ঘরে তালাবন্দি করে দুই মাস বয়সী সন্তানকে বালিশচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে আরাফাতুল ইসলাম মোর্শেদ নামে এক যুবকের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে নালিশি মামলা দায়ের হয়েছে। মোর্শেদের স্ত্রী নুরজাহান আক্তার কলি বাদী হয়ে এই মামলা করেন। মামলায় কলির শ্বশুর, শাশুড়ি, দেবর এবং এক খালা শাশুড়িকেও আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে নগরের খুলশী থানাকে দ্রুত প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন। সোমবার চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, এতিম নারী কলি আক্তারকে এলাকাবাসীরা টাকা তুলে খুলশী থানার লালখান বাজার এলাকার বাসিন্দা মোর্শেদের সঙ্গে বিয়ে দেন। বিয়ের পর কলিকে যৌতুকের জন্য তার স্বামী প্রায়ই নির্যাতন করতেন। একপর্যায়ে কলি অন্তঃসত্ত্বা তার স্বামী বাচ্চা নষ্ট করার চেষ্টা করেন। বিষয়টি জেনে কলি জাতীয় জরুরি সেবা সংস্থা ৯৯৯-এ ফোন দিয়ে কোনোমতে রক্ষা পান। এরপর গত ১০ জুলাই কলি সন্তান প্রসব করেন। সন্তানের জন্মের পর স্বামী তাকে আরও নির্যাতন করতে থাকেন। সবশেষ গত ৫ অক্টোবর কলিকে স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজন মারধর করেন। এর একপর্যায়ে কলিকে একটি ঘরে তালাবন্দি করে তার দুই মাস বয়সী শিশুকে বালিশ চাপা দিয়ে হত্যাচেষ্টা করেন স্বামী। এদিকে কলির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ৯৯৯-এ ফোন দিয়ে তাদের উদ্ধার করেন। এ ঘটনায় কলি চট্টগ্রাম আদালতে একটি নালিশি মামলা দায়ের করেন। ওই নারীর আইনজীবী অ্যাডভোকেট গোলাম মওলা মুরাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, যৌতুকের জন্য অনেক ধরনের নির্যাতনের কথা শুনেছি। কিন্তু স্ত্রীকে তালাবন্দি করে দুই মাসের শিশু সন্তানকে বালিশচাপা দিয়ে হত্যাচেষ্টার খবর আগে কখনো শুনিনি। তিনি আরও বলেন, এই স্বামী দীর্ঘদিন ধরে বেকার থাকায় স্ত্রীকে যৌতুকের দাবিতে মারধর করতেন। আর তাতে সায় দিয়ে কলিকে নির্যাতনে সহায়তা করতেন শ্বশুর বাড়ির লোকজন। আদালত মামলাটি আমলে নেওয়ায় আশা করছি, নির্যাতিতা এই নারী ন্যায় বিচার পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category