ঢাকা, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ | ই-পেপার

চট্টগ্রাম নিউজ সম্পাদক শুকলাল দাশের’বইমেলায় সাড়া ফেলেছে ‘তুহিনের স্বাধীন দেশ’

মোঃ জুয়েল হোসাইন, বান্দরবান জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ ০৪:২৯:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১৭৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের অমর একুশে গ্রন্থমেলায় সাড়া ফেলেছে লেখক ও সাংবাদিক শুকলাল দাশের ‘তুহিনের স্বাধীন দেশ’ কিশোর উপন্যাস। এটি পাওয়া যাচ্ছে চট্টগ্রাম, ঢাকারও বান্দরবান চন্দ্রবিন্দু প্রকাশন এর স্টলে। শুকলাল দাশ সাংবাদিকতায় পেশাগত দায়িত্বের পাশাপাশি লেখালেখি করে চলেছেন সাহিত্যের নানান শাখায়। ইতিমধ্যে বেরিয়েছে কিশোর কবিতা, কিশোর গল্প, উপন্যাস। শিশুসাহিত্যের পাশাপাশি বড়দের জন্য লিখেছেন কবিতা ও পত্রোপন্যাস। বেরিয়েছে কাব্যগ্রন্থ। লেখালেখিতে পেয়েছেন প্রশংসাও। মুক্তিযুদ্ধের কিশোর উপন্যাস ‘তুহিনের স্বাধীন দেশ’ তাঁর নবম গ্রন্থ। এছাড়াও প্রকাশিত হতে চলেছে লেখকের ‘আনন্দপুরের দিন’। বইটি প্রকাশ করছে শৈলী প্রকাশনা। ঢাকা ও চট্টগ্রামের অমর একুশে বই মেলায় বইটি পাওয়া যাবে। এর আগে প্রকাশিত হয়েছে ‘মেঘের কোলে রোদ হেসেছে’, ‘জলকদরের জলপায়রা’, ‘জলের দেশের রাজকন্যা’, ‘ভালোবাসার শীত বসন্ত’, ‘তোমার জন্যে ভালোবাসা’, ‘আকাশ ছোঁয়া সুবর্ণলতা’, ‘অবেলায় মন পোড়ে’ ও ‘মুজিব তুমি বজ্রকণ্ঠ অটল হিমালয়’। সাংবাদিকতা, লেখালেখির পাশাপাশি শুকলাল দাশ দক্ষ সংগঠকও। মুক্তিযুদ্ধের পক্ষের নানা সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত তিনি। ২০০১ সাল থেকে শিশুদের মানসগঠনে পরিচালনা করছেন ‘শিশুদের পাঠশালা’। শুকলাল দাশের জন্ম চট্টগ্রামের আনোয়ারা উপজেলার শিলালিয়া গ্রামে। বাবা রণজিত দাশ, মা শচীপ্রভা দাশ। স্ত্রী বিদিতা চৌধুরী রুশী। কন্যা উদিতি দাশ মুমু। দৈনিক আজাদীর সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত তিনি। ২০১৭-১৮ সালে চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। কিশোর উপন্যাসটির প্রচ্ছদ ও স্কেচ করেছেন মোমিন উদ্দীন খালেদ। গ্রন্থটি তিনি উৎসর্গ করেছেন বাবা ও মায়ের প্রতি, যারা ছায়া হয়ে তাঁর সঙ্গে পথ চলেন!

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম নিউজ সম্পাদক শুকলাল দাশের’বইমেলায় সাড়া ফেলেছে ‘তুহিনের স্বাধীন দেশ’

আপডেট সময়ঃ ০৪:২৯:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩

চট্টগ্রামের অমর একুশে গ্রন্থমেলায় সাড়া ফেলেছে লেখক ও সাংবাদিক শুকলাল দাশের ‘তুহিনের স্বাধীন দেশ’ কিশোর উপন্যাস। এটি পাওয়া যাচ্ছে চট্টগ্রাম, ঢাকারও বান্দরবান চন্দ্রবিন্দু প্রকাশন এর স্টলে। শুকলাল দাশ সাংবাদিকতায় পেশাগত দায়িত্বের পাশাপাশি লেখালেখি করে চলেছেন সাহিত্যের নানান শাখায়। ইতিমধ্যে বেরিয়েছে কিশোর কবিতা, কিশোর গল্প, উপন্যাস। শিশুসাহিত্যের পাশাপাশি বড়দের জন্য লিখেছেন কবিতা ও পত্রোপন্যাস। বেরিয়েছে কাব্যগ্রন্থ। লেখালেখিতে পেয়েছেন প্রশংসাও। মুক্তিযুদ্ধের কিশোর উপন্যাস ‘তুহিনের স্বাধীন দেশ’ তাঁর নবম গ্রন্থ। এছাড়াও প্রকাশিত হতে চলেছে লেখকের ‘আনন্দপুরের দিন’। বইটি প্রকাশ করছে শৈলী প্রকাশনা। ঢাকা ও চট্টগ্রামের অমর একুশে বই মেলায় বইটি পাওয়া যাবে। এর আগে প্রকাশিত হয়েছে ‘মেঘের কোলে রোদ হেসেছে’, ‘জলকদরের জলপায়রা’, ‘জলের দেশের রাজকন্যা’, ‘ভালোবাসার শীত বসন্ত’, ‘তোমার জন্যে ভালোবাসা’, ‘আকাশ ছোঁয়া সুবর্ণলতা’, ‘অবেলায় মন পোড়ে’ ও ‘মুজিব তুমি বজ্রকণ্ঠ অটল হিমালয়’। সাংবাদিকতা, লেখালেখির পাশাপাশি শুকলাল দাশ দক্ষ সংগঠকও। মুক্তিযুদ্ধের পক্ষের নানা সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত তিনি। ২০০১ সাল থেকে শিশুদের মানসগঠনে পরিচালনা করছেন ‘শিশুদের পাঠশালা’। শুকলাল দাশের জন্ম চট্টগ্রামের আনোয়ারা উপজেলার শিলালিয়া গ্রামে। বাবা রণজিত দাশ, মা শচীপ্রভা দাশ। স্ত্রী বিদিতা চৌধুরী রুশী। কন্যা উদিতি দাশ মুমু। দৈনিক আজাদীর সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত তিনি। ২০১৭-১৮ সালে চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। কিশোর উপন্যাসটির প্রচ্ছদ ও স্কেচ করেছেন মোমিন উদ্দীন খালেদ। গ্রন্থটি তিনি উৎসর্গ করেছেন বাবা ও মায়ের প্রতি, যারা ছায়া হয়ে তাঁর সঙ্গে পথ চলেন!