সাইফুল সিহাব :
চাঁপাইনবাবগঞ্জে সংবর্ধিত হলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আখতারুজ্জামান। তার আগমন উপলক্ষে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার বিকেলে জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে সংবর্ধিত অতিথি হিসেবে বিচারপতি আখতারুজ্জামানকে সম্মাননা ক্রেস্ট ও মানপত্র প্রদান করা হয়।
বিচারপতি আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে বলেন, চাঁপাইনবাবগঞ্জে মামলা দায়েরের চেয়ে মামলা নিষ্পত্তির হার বেশি। এটা অত্যন্ত গর্বের এবং এর কৃর্তিত্ব বিজ্ঞ বিচারক ও আইনজীবীদের। তিনি আরও বলেন, আমার সুপারভিশন অঞ্চল রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ আদালত বেস্ট। দায়িত্ব পাওয়ার পর রাজশাহী বিভাগের সাতটি জেলা আমি পরিদর্শন করেছি। ৮ম জেলা হিসেবে চাঁপাইনবাবগঞ্জ পরিদর্শন শেষ করলাম। এখানের সবগুলো আদালতের স্থগিত থাকা মামলাগুলোর তালিকা আমি নিয়েছি। এখানে তেমন কোন পুরানো মামলা নেই। ১৯৯১ সালে একটি মামলা বিচারাধীন রয়েছে। যেটি হাইকোর্টের আপিল বিভাগ থেকে স্থগিত রয়েছে। আমি মাননীয় প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে প্রতিবেদন পেশ করবো। যাতে স্থগিত থাকা মামলাগুলোর বিষয়ে দ্রুত ব্যবস্থা নেন। আইনজীবীদের উদ্দেশ্যে বিচারপতি বলেন, আপনারা যেভাবে বিজ্ঞ বিচারকদের সহযোগিতা করেছেন সেজন্য আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিগত সময়ে আপনারা যেভাবে বিচারকাজে সহযোগিতা করেছেন আগামীতেও সেই ধারা অব্যাহত থাকবে বলে আমি আশা করি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ মোহা. আদীব আলী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আয়েজ উদ্দিন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জোবদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম কনকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিনিয়র আইনজীবী আবু নজর হোসেন খান বৃটিশ, অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. আনোয়ার হোসেন ডলার, অ্যাড. সোলায়মান বিশু, অ্যাড. আব্দুল ওদুদ, অ্যাড. মহম্মদ ইসাহাক, জিপি রজবুল হক, পিপি নাজমুল আজমসহ অন্যান্য আইনজীবীগণ। এর আগে বিচারপতি ও তাঁর সহধর্মিনীকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা জজশিপের বিচারকগণ ও আইনজীবীরা।
সর্বশেষঃ
চাঁপাইনবাবগঞ্জে বিচারপতি আক্তারুজ্জামান এর আগমন উপলক্ষে সংবর্ধনা
-
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ০৭:৫৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
- ১৬৬ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ