০৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ | ই-পেপার

চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলো বান্দরবান সেনা জোন

আজ ১৪অক্টোবর সকাল সাড়ে ১০টায় ঘটিকায় বান্দরবান জোন সদর হতে ৫০০ মিঃ উত্তরে বান্দরবান সদরস্থ রোয়াংছড়ি বাসস্ট্যান্ড এলাকায় ভাড়া বাসা হতে অজ্ঞাত চোর চক্র কর্তৃক বাসার বাহিরে গেইটের তালা ভেঙে কর্পোরাল মোঃ সজিব (৩২) সেনা সদস্যের একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়।

পরবর্তীতে উক্ত চোর চক্র দুটি মোবাইল নাম্বার ০১৮৫৮-৬৯২৯১৪,০১৮৯১-৭৮৮২২৮ হতে কল দিয়ে মোটরসাইকেল মালিকের কাছ থেকে নগদ ২০,০০০ টাকা দাবী করে। টাকা দিলে তারা মোটরসাইকেল ফেরত দিবে বলে জানা যায়।

মোটর সাইকেল এর মডেল নং – ইয়ামাহা FZ-গোপালগন্জ ল-১১৭৪৪২ আনুমানিক ১৩০০ ঘটিকায় ৫ ইবি জোনের রেইচা আর্মি ক্যাম্প হতে ২ কিঃমিঃ পশ্চিমে রেইচা চাকমা পাড়া এলাকায় জঙ্গলের নির্জন রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় একটি মোটরসাইকেল পড়ে রয়েছে মর্মে এলাকাবাসী মাধ্যমে খবর পাওয়া যায়।

খবর পেয়ে ১৪০০ ঘটিকায় বান্দরবান জোনের আওতাধীন ডুলুপাড়া ক্যাম্প হতে লেঃ মোস্তফা শাহরিয়ার (৫ ইবি) এর নেতৃত্বে একটি টহলদল ঘটনাস্থলে গমন করে মোটর সাইকেলটি উদ্ধার করে ১৫০০ ঘটিকায় বান্দরবান সেনানিবাসে নিয়ে আসে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সমুদ্রসম্পদ আহরণের জন্য গবেষণার ওপর জোর দিতে হবে:চসিক মেয়র

চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলো বান্দরবান সেনা জোন

আপডেট সময়ঃ ০৮:৫৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

আজ ১৪অক্টোবর সকাল সাড়ে ১০টায় ঘটিকায় বান্দরবান জোন সদর হতে ৫০০ মিঃ উত্তরে বান্দরবান সদরস্থ রোয়াংছড়ি বাসস্ট্যান্ড এলাকায় ভাড়া বাসা হতে অজ্ঞাত চোর চক্র কর্তৃক বাসার বাহিরে গেইটের তালা ভেঙে কর্পোরাল মোঃ সজিব (৩২) সেনা সদস্যের একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়।

পরবর্তীতে উক্ত চোর চক্র দুটি মোবাইল নাম্বার ০১৮৫৮-৬৯২৯১৪,০১৮৯১-৭৮৮২২৮ হতে কল দিয়ে মোটরসাইকেল মালিকের কাছ থেকে নগদ ২০,০০০ টাকা দাবী করে। টাকা দিলে তারা মোটরসাইকেল ফেরত দিবে বলে জানা যায়।

মোটর সাইকেল এর মডেল নং – ইয়ামাহা FZ-গোপালগন্জ ল-১১৭৪৪২ আনুমানিক ১৩০০ ঘটিকায় ৫ ইবি জোনের রেইচা আর্মি ক্যাম্প হতে ২ কিঃমিঃ পশ্চিমে রেইচা চাকমা পাড়া এলাকায় জঙ্গলের নির্জন রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় একটি মোটরসাইকেল পড়ে রয়েছে মর্মে এলাকাবাসী মাধ্যমে খবর পাওয়া যায়।

খবর পেয়ে ১৪০০ ঘটিকায় বান্দরবান জোনের আওতাধীন ডুলুপাড়া ক্যাম্প হতে লেঃ মোস্তফা শাহরিয়ার (৫ ইবি) এর নেতৃত্বে একটি টহলদল ঘটনাস্থলে গমন করে মোটর সাইকেলটি উদ্ধার করে ১৫০০ ঘটিকায় বান্দরবান সেনানিবাসে নিয়ে আসে।