০৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ | ই-পেপার

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করুন: আইসিটি প্রতিমন্ত্রী

  • দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৮:২৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
  • ১৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে েেদশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের কল্যাণ হয়। আর না থাকলে হয় দূরাবস্থা। এজন্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ যাতে অন্তত ১৫১ আসন পেয়ে ক্ষমতায় যেতে পারে সেজন্য জনগণকে দেওয়া সব অসমাপ্ত প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করুন। নিজ দলীয় নেতা-কর্মীদের মধ্যে দূরত্ব লাঘবসহ সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহণের ওপরও জোর দেন তিনি। আজ মঙ্গলবার দুপুরের কিছু আগে সিংড়া উপজেলা হলরুমে আয়োজিত উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ ওহিদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস ও শফিকুল ইসলাম শফিক প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে পলক দাবি করেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ৫৫ বছরের জীবনে ২৪ বছরই কাটিয়েছেন দেশের মেহনতি মানুষের মুখে হাসি ফোটানোর আন্দোলনে। এরমধ্যে ১৪ বছর করেছেন কারাবরণ। দেশ স্বাধীনের পর মাত্র সাড়ে তিন বছর ক্ষমতায় থেকে দেশকে উন্নয়নের পথে পরিচালিত করেছিলেন। কিন্তু দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে তাকে হত্যার মধ্য দিয়ে সেই উন্নয়নকে থামিয়ে দেওয়া হয়। আর এর মধ্যদিয়ে দেশে শুরু হয় দূর্নীতি, হত্যা, লুটের মতো ঘটনা। মানুষের স্বাভাবিক জীবন যাপনেও দেখা দেয় নিরাপত্তাহীনতা। অবশেষে গত ১৩ বছর আওয়ামী লীগ শাসনামলে দেশকে আবার উন্নয়নের পথে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। ইতোমধ্যেই দেশকে নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিচালিত করেছে সরকার। দেশ এখন ডিজিটালাইজড হয়েছে। ঘরে ঘরে পৌঁছেছে বিদ্যুৎ। দেশের সব গৃহহীনকে ঘর দেওয়া শুরু হয়েছে। বিগত নির্বাচনসহ যেকোনও মুহূর্তে এলাকার মানুষকে দেওয়া উন্নয়ন প্রতিশ্রুতি এখনও বাস্তবায়ন হয়নি তার তালিকা করে বাস্তবায়ন করতে তিনি জনপ্রতিনিধিসহ সবার প্রতি আহ্বান জানান। এ ছাড়া তৃণমূল নেতাদের সঙ্গে উপজেলা ও জেলা পর্যায়ের নেতা-কর্মীদের সৃষ্ট দূরত্ব নিরসনের পদক্ষেপ নিতেও আহ্বান জানান তিনি। মতবিনিময় সভায় উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌর ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ছাড়াও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সমুদ্রসম্পদ আহরণের জন্য গবেষণার ওপর জোর দিতে হবে:চসিক মেয়র

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করুন: আইসিটি প্রতিমন্ত্রী

আপডেট সময়ঃ ০৮:২৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক :
আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে েেদশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের কল্যাণ হয়। আর না থাকলে হয় দূরাবস্থা। এজন্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ যাতে অন্তত ১৫১ আসন পেয়ে ক্ষমতায় যেতে পারে সেজন্য জনগণকে দেওয়া সব অসমাপ্ত প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করুন। নিজ দলীয় নেতা-কর্মীদের মধ্যে দূরত্ব লাঘবসহ সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহণের ওপরও জোর দেন তিনি। আজ মঙ্গলবার দুপুরের কিছু আগে সিংড়া উপজেলা হলরুমে আয়োজিত উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ ওহিদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস ও শফিকুল ইসলাম শফিক প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে পলক দাবি করেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ৫৫ বছরের জীবনে ২৪ বছরই কাটিয়েছেন দেশের মেহনতি মানুষের মুখে হাসি ফোটানোর আন্দোলনে। এরমধ্যে ১৪ বছর করেছেন কারাবরণ। দেশ স্বাধীনের পর মাত্র সাড়ে তিন বছর ক্ষমতায় থেকে দেশকে উন্নয়নের পথে পরিচালিত করেছিলেন। কিন্তু দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে তাকে হত্যার মধ্য দিয়ে সেই উন্নয়নকে থামিয়ে দেওয়া হয়। আর এর মধ্যদিয়ে দেশে শুরু হয় দূর্নীতি, হত্যা, লুটের মতো ঘটনা। মানুষের স্বাভাবিক জীবন যাপনেও দেখা দেয় নিরাপত্তাহীনতা। অবশেষে গত ১৩ বছর আওয়ামী লীগ শাসনামলে দেশকে আবার উন্নয়নের পথে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। ইতোমধ্যেই দেশকে নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিচালিত করেছে সরকার। দেশ এখন ডিজিটালাইজড হয়েছে। ঘরে ঘরে পৌঁছেছে বিদ্যুৎ। দেশের সব গৃহহীনকে ঘর দেওয়া শুরু হয়েছে। বিগত নির্বাচনসহ যেকোনও মুহূর্তে এলাকার মানুষকে দেওয়া উন্নয়ন প্রতিশ্রুতি এখনও বাস্তবায়ন হয়নি তার তালিকা করে বাস্তবায়ন করতে তিনি জনপ্রতিনিধিসহ সবার প্রতি আহ্বান জানান। এ ছাড়া তৃণমূল নেতাদের সঙ্গে উপজেলা ও জেলা পর্যায়ের নেতা-কর্মীদের সৃষ্ট দূরত্ব নিরসনের পদক্ষেপ নিতেও আহ্বান জানান তিনি। মতবিনিময় সভায় উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌর ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ছাড়াও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।