• বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০১:৩০ অপরাহ্ন
সর্বশেষ
শান্তিরক্ষার দায়িত্বে সরকার সচেতন থাকবে: আইনমন্ত্রী পদধারী স্বতন্ত্র প্রার্থীদের অবশ্যই দলীয় শৃঙ্খলা মাথায় রাখতে হবে: তথ্যমন্ত্রী হরতাল-অবরোধের প্রভাব পণ্য পরিবহনে, বাড়তি ব্যয়ের বোঝা ভোক্তাদের কাঁধে বিএনপিকে নির্বাচনে আসতে উৎসাহিত করা হবে: এলজিআরডি মন্ত্রী বিশ্বকাপ ব্যর্থতা, অনুসন্ধানে বিসিবির কমিটি পোর্তোকে হারিয়ে নক আউট পর্বে বার্সেলোনা তাইজুল ঝলকে দ্বিতীয় দিন শেষেও এগিয়ে বাংলাদেশ জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর বিচারকের সই জাল: দুই পুলিশের বিরুদ্ধে প্রতিবেদন ১৪ ডিসেম্বর ‘অনুমতি ছাড়া তথ্য ব্যবহারে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা’

জর্ডানের সঙ্গে উন্নয়ন অংশীদারত্ব বাড়াতে চায় বাংলাদেশ

Reporter Name / ৫৭ Time View
Update : সোমবার, ১৬ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদক :
দক্ষ মানবসম্পদ পাঠানোর মাধ্যমে জর্ডানের সঙ্গে উন্নয়ন অংশীদারত্ব বাড়াতে বাংলাদেশের আগ্রহের কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। জর্ডান সফররত মন্ত্রী সেদেশের শ্রমমন্ত্রী নায়েফ ইস্তিতির সঙ্গে গত রোববার এক সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান। ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সাক্ষাৎকালে ইমরান আহমদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ বর্তমানে দক্ষিণ এশিয়ার একটি অর্থনৈতিক উদীয়মান রাষ্ট্র। বাংলাদেশ নিজ দেশে যেমন বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে কাজ করছে, একইভাবে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি বিনিয়োগ সম্ভাবনাও খতিয়ে দেখছে। এসময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া, বাংলাদেশের রাষ্ট্রদূত মিসেস নাহিদা সোবহান, বোয়েসেল-এর ব্যবস্থাপনা পরিচালক বিল্লাল হোসেনসহ বাংলাদেশ দূতাবাস ও জর্ডান শ্রম মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে জর্ডানের পোশাক খাতে নারী শ্রমিকদের পাশাপাশি দক্ষ পুরুষ শ্রমিকদের অন্তর্ভুক্ত করার বিষয়েও আলোচনা করেন ইমরান আহমদ। বর্তমানে প্রায় ৭০ হাজার প্রবাসী বাংলাদেশি শ্রমিক বাংলাদেশ ও জর্ডানের অর্থনৈতিক উন্নয়নে সরাসরি ভূমিকা রাখছে। দক্ষ মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ সরকারের বিভিন্ন কার্যক্রম বিষয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশে বেসরকারি বিনিয়োগের মাধ্যমে জর্ডানও বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে পারে। প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, জর্ডানে পোশাক খাতে কর্মরত বিপুল সংখ্যক দক্ষ শ্রমিকদের সঙ্গে সঙ্গে বাংলাদেশ জর্ডানের কৃষি, তথ্যপ্রযুক্তি, নির্মাণ শিল্প ও ট্যুরিজম সেক্টরে অংশ নিতে আগ্রহী। এক্ষেত্রে তিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সবুজায়নে বাংলাদেশি শ্রমিকদের ভূমিকার কথা উল্লেখ করে জর্ডানের অনাবাদি জমি চাষ উপযোগী করতে বাংলাদেশি শ্রমিকরা অপরিসীম ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন। একইসঙ্গে মন্ত্রী জর্ডান সরকারকে সেদেশের কৃষিখাতের উন্নয়নে বাংলাদেশি কৃষি শ্রমিকদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর বিষয়টি বিবেচনা করার অনুরোধ করেন। পাশাপাশি তিনি জর্ডানের ঐতিহাসিক ও ধর্মীয় স্থানসমূহ দর্শনের জন্য বাংলাদেশের প্রকৃত ভ্রমণপিপাসু নাগরিকদের জন্য বিদ্যমান ভ্রমণ বাধা দূর করার বিষয়ে জোর দেন। তিনি বাংলাদেশি পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান। এসময় ইমরান আহমেদকে স্বাগত জানিয়ে জর্ডানের শ্রমমন্ত্রী নায়েফ ইস্তিতি বলেন, বাংলাদেশ ও জর্ডান উভয় দেশই তার স্বল্প সম্পদ ও সীমাবদ্ধতা সত্ত্বেও বিশ্বের কাছে তাদের স্বতন্ত্র পরিচয় তুলে ধরতে সক্ষম হয়েছে। উভয় দেশই নিজ ভূখ-ে উল্লেখযোগ্য সংখ্যক শরণার্থীদের আশ্রয় দিয়েছে। এ ছাড়া ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশ সবসময়ই বিশেষ ভূমিকা পালন করেছে। তিনি আরও বলেন, জর্ডানের পোশাক খাতের মোট শ্রমিকের অর্ধেকের বেশিই বাংলাদেশি এবং তারা নিজস্ব দক্ষতা গুণেই বাংলাদেশ ও জর্ডানের অর্থনীতিতে অবদান রাখছে। বাংলাদেশের অর্থনৈতিক বিকাশে সঠিক নেতৃত্বের প্রশংসা করে নায়েফ ইস্তিফি বলেন, যুগোপযোগী পদক্ষেপের ফলে বাংলাদেশ তার উন্নয়ন লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বেরও ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে জর্ডান আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে বলে অভিমত ব্যক্ত করে দুদেশের কূটনৈতিক পর্যায়ে আরও ঘনিষ্ঠ সংলাপের ওপর জোর দেন ইস্তিফি। একইসঙ্গে জর্ডানের বৈধ প্রবাসী বাংলাদেশিদের প্রতি সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান জর্ডানের শ্রম মন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category