নিজস্ব প্রতিবেদক:
নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিপিং করপোরেশনের এম টি বাংলার জ্যোতি জাহাজে অগ্নিকা-ে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নৌপরিবহন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে নৌ পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, চট্টগ্রাম কর্ণফুলী নদীর ডলফিন জেটিতে বাংলার জ্যোতি নামে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের পর অগ্নিকা-ের ঘটনা ঘটে। গত সোমবার সকাল ১১টায় ‘ইষ্টার্ণ রিফাইনারী’র জেটিতে অপরিশোধিত তেল খালাসের সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় তিন জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। মর্মান্তিক এ অগ্নিকা-ের ঘটনায় জাহাজের ক্যাডেট সৌরভ সাহা, ফোরম্যান নুরুল ইসলাম, ডেক ক্যাজুয়াল সদস্য হারুন মৃত্যুবরণ করেন। শোকবার্তায় উপদেষ্টা মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছেন। শোকাহত পরিবারের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি। উপদেষ্টা সংঘটিত অগ্নিকা-ের বিষয়টির কারণ অনুসন্ধান করে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নিমিত্তে একটি করে তদন্ত কমিটি গঠনের জন্য বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশনা দিয়েছেন।
https://slotbet.online/