নজিস্ব প্রতিবেদক :
সিঙ্গাপুর সফরে গিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। নিয়মিত প্রধান বিচারপতির অনুপস্থিতিকালীন প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নূরুজ্জামান।
রোববার (২৫ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী জানান, মাননীয় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২৫ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত সিঙ্গাপুর সফরে থাকবেন। প্রধান বিচারপতির অনুপস্থিতিকালীন অর্থাৎ ২৫ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত অথবা প্রধান বিচারপতির যাত্রার তারিখ থেকে পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন।