• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন
  • ই-পেপার
সর্বশেষ
গুইমারায় ট্রাক ও মিনিট্রাক চালক সমবায় সমিতি’র শুভ উদ্বোধন ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হামাস বিতর্কিত ভূমিকায় জড়িত পুলিশসহ সব সরকারি কর্মকর্তাকে ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা বিদ্বেষপূর্ণ খালেদা জিয়া-তারেকসহ সব আসামি খালাস পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার কাজ চলছে: আইজিপি পদত্যাগ করলেন টিউলিপ প্রধান উপদেষ্টার কাছে চার সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর নির্বাচনের আগেই গণহত্যার বিচারের আশা আইন উপদেষ্টার বিপুলসংখ্যক গাড়ির ইঞ্জিন ভেজাল জ্বালানি তেলে নষ্ট হলেও পর্যাপ্ত নজরদারি নেই বছরের পর বছর নিলামের অপেক্ষায় কয়েক হাজার পণ্যভর্তি কনটেইনার

দেশ থেকে রফতানি বাড়লেও টেকসই হওয়া নিয়ে শঙ্কা

Reporter Name / ১৩১ Time View
Update : বুধবার, ১৩ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ থেকে রফতানি বাড়ছে। গত অর্থবছরে এক বছরের ব্যবধানে রফতানি বেড়েছে ৩৪ শতাংশেরও বেশি। কিন্তু খাতসংশ্লিষ্টদের মতে, রফতানির বর্তমান প্রবৃদ্ধি নিয়ে উচ্ছ্বসিত হওয়ার সুযোগ নেই। কারণ পশ্চিমা বিশ্বই হচ্ছে মূলত বাংলাদেশে তৈরি পণ্যগুলো রফতানির প্রধান গন্তব্য। মহামারীর ধাক্কা কাটিয়ে দেশগুলোর বাজার চাঙ্গা হচ্ছিল। বেড়ে গিয়েছিল অনেক দিন নিষ্ক্রিয় বিক্রয় কেন্দ্রগুলোর চাহিদা। ফলে বাংলাদেশ মোট রফতানিতে বড় প্রবৃদ্ধি দেখতে পেয়েছে। কিন্তু ওই রফতানি প্রবৃদ্ধি টেকসই হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বর্তমানে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে পশ্চিমা বাজারগুলোর চাহিদায় ভাঁটা পড়ার শঙ্কা রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় এবং রফতানি খাত সংশ্লিষ্টদের সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, সদ্যসমাপ্ত ২০২১-২২ অর্থবছরে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ ৫২ বিলিয়নের বেশি বা ৫ হাজার ২০৮ কোটি ২৬ লাখ ৬০ হাজার ডলারের পণ্য রফতানি করেছে। তার আগের অর্থবছরের একই সময়ের সঙ্গে তুলনা করলে রফতানি বেড়েছে ৩৪ দশমিক ৩৮ শতাংশ। কেবল জুনেই পণ্য রফতানিতে ৩৭ দশমিক ১৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। অর্থমূল্য বিবেচনায় বাংলাদেশ থেকে রফতানি হওয়া শীর্ষ ৫টি পণ্য হলো পোশাক, হোমটেক্সটাইল, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য এবং কৃষিপণ্য। ওই ৫টি পণ্যই দেশের মোট রফতানির ৯১ দশমিক ৭১ শতাংশজুড়ে ছিল। গত অর্থবছর শেষে পোশাকের রফতানি বেড়েছে ৩৫ দশমিক ৪৭ শতাংশ, হোমটেক্সটাইল রফতানি বেড়েছে ৪৩ দশমিক ২৮ শতাংশ। তাছাড়া চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি বেড়েছে ৩২ দশমিক ২৩ শতাংশ এবং কৃষিপণ্য রফতানি বেড়েছে ১৩ দশমিক শূন্য ৪ শতাংশ। তবে পাট ও পাটজাত পণ্যের রফতানি কমেছে ২ দশমিক ৯১ শতাংশ।
সূত্র জানায়, সদ্যসমাপ্ত অর্থবছরে মোট রফতানির ৮১ দশমিক ৮১ শতাংশই ছিল তৈরি পোশাক। পোশাক রফতানির অর্থমূল্য ছিল ৪ হাজার ২৬১ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার। তার আগের অর্থবছরে রফতানি হয়েছিল ৩ হাজার ১৪৫ কোটি ৬৭ লাখ ৩০ হাজার ডলারের পোশাক পণ্য। ওই হিসেবে এক অর্থবছরের ব্যবধানে রফতানি বেড়েছে ৩৫ দশমিক ৪৭ শতাংশ। আর অর্থবছরে ১৬২ কোটি ১৯ লাখ ৩০ হাজার ডলারের হোমটেক্সটাইল পণ্য রফতানি হয়েছে। ২০২০-২১ অর্থবছরে তা ১১৩ কোটি ২০ লাখ ৩০ হাজার ডলারের ছিল। ওই হিসেবে হোমটেক্সটাইল পণ্যের রফতানি বেড়েছে ৪৩ দশমিক ২৮ শতাংশ। বিদায়ী অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি হয়েছে ১২৪ কোটি ৫১ লাখ ৮০ হাজার ডলার। তার আগের অর্থবছরে রফতানি হয়েছিল ৯৪ কোটি ১৬ লাখ ৭০ হাজার ডলার। ওই হিসেবে চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি বেড়েছে ৩২ দশমিক ২৩ শতাংশ। ২০২০-২১ অর্থবছরে ১০২ কোটি ৮১ লাখ ৪০ হাজার ডলারের কৃষিপণ্যের রফতানি হয়। ২০২১-২২ অর্থবছরে এসে তা ১১৬ কোটি ২২ লাখ ৫০ হাজার ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ ওই খাতে কৃষিপণ্য রফতানি বেড়েছে ১৩ দশমিক শূন্য ৪ শতাংশ। তবে কমেছে বাংলাদেশের সোনালি আঁশখ্যাত পাট ও পাটজাত পণ্যের রফতানি। ওই পণ্যের গত অর্থবছরের রফতানি ১১২ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ডলারের ছিল। তার আগের অর্থবছরে রফতানি হয়েছিল ১১৬ কোটি ১৪ লাখ ৮০ হাজার ডলারের পণ্য। ওই হিসেবে পণ্যটি রফতানি কমেছে ২ দশমিক ৯১ শতাংশ।
এদিকে এ প্রসঙ্গে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের মতে, রফতানিতে ৫০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়া অনেক বড় অর্জন। আর বাংলাদেশের পোশাক খাতের ওপর ভর করেই রফতানি বেড়েছেএ শিল্পকে টেকসই করতে প্রতিনিয়ত কাজ করা হচ্ছে। বিজিএমইএ পোশাক শিল্পের টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে নতুন রূপকল্প প্রণয়ন করতে যাচ্ছে। শিগগিরই এটি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
অন্যদিকে রফতানিকারকদের সংগঠন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএবি) সভাপতি আবদুস সালাম মুর্শেদী এমপি জানান, ক্রেতাদের কভিড-১৯ মহামারীকালে বাংলাদেশের পণ্য প্রস্তুত ও রফতানিকারকদের প্রতি আস্থা অনেক বেড়েছে। কারণ কাঁচামালের দাম, পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার পরও এদেশ থেকে ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করা সম্ভব হয়েছে। কিন্তু এখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ভোগাচ্ছে। কারণ বাংলাদেশের অর্থনীতি এখন বৈশ্বিক অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এখন রফতানি বাড়ছে, প্রবৃদ্ধিও হচ্ছে। দেশের অর্থনীতির পথচলা মসৃণ হলেও আগামী দিনে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। ওই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বাংলাদেশ প্রস্তুত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category