সর্বশেষঃ
নোয়াখালীতে ভোটকেন্দ্র থেকে গাঁজাসহ এজেন্ট আটক

দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ০৬:৫২:৪০ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
- / ১৭৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
নোয়াখালী পৌরসভা নির্বাচনে গাঁজাসহ এক এজেন্টকে আটক করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাইজদী পাবলিক কলেজ কেন্দ্র থেকে তাকে পুলিশ আটক করে। আটক হওয়া ফাহাদ বিন ইকবাল (১৮) সদর উপজেলার জয়কৃঞ্চপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে। স্থানীয় সূত্র জানায়, আটক যুবক নোয়াখালী পৌরসভা নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের মাইজদী পাবলিক কলেজ কেন্দ্রে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মিলি রহমানের আনারস প্রতীকের এজেন্ট ছিল। সকাল সাড়ে ১০টার দিকে সে ভোট কেন্দ্রের ভেতরে গাঁজা সেবনের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশের সন্দেহ হলে তাকে তল্লাশি করে গাঁজাসহ আটক করা হয়। নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক যুবক পুলিশ হেফাজতে রয়েছে। পরে এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
ট্যাগস :