নিজস্ব প্রতিবেদক :
সারাদেশে লঞ্চ, জাহাজের ফিটনেস, রুট পারমিট, লাইসেন্স ও নিরাপত্তা সামগ্রীর হালনাগাদ তথ্য চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একইসঙ্গে অভিযান-১০ লঞ্চে অগ্নিকা-ে নিহত ও আহতদের পরিবারকে দ্রুত ১০ লাখ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। হাইকোর্টের আইনজীবী সৌমিত্র সরদার আজ সোমবার এ রিট আবেদনটি দায়ের করেন। রিটে স্বরাষ্ট্র সচিব, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিআইডব্লিউটিএর চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। এ নিয়ে লঞ্চে অগ্নিকা-ের ঘটনায় দুটি রিট হলো উচ্চ আদালতে। আগামীকাল মঙ্গলবার রিটের শুনানি হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনার উদ্দেশে যাওয়া এমডি অভিযান-১০ নামের লঞ্চে অগ্নিকা- ঘটে। এতে এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, লঞ্চের ছাদে থাকা সাইলেন্সার থেকে আগুনের ফুলকি উঠতেও দেখা গেছে। মাঝ নদীতে অন্তত চারবার ইঞ্জিন বন্ধ হয়ে যায় অথবা বন্ধ করতে বাধ্য হন চালক। হাসপাতালে চিকিৎসা নেওয়া এক যাত্রী বলেন, কিছুক্ষণ পর পর জোরে শব্দ হচ্ছিল ইঞ্জিন থেকে, বন্ধ করে রাখাও হয় বেশ কয়েকবার। হঠাৎ দেখি আগুন, নদীতে যেমন তুফান উঠে তেমনি আগুন দেখতে পাই। সমস্ত লঞ্চে চোখের পলক পড়ার মতো সময়ে আগুন ছড়িয়ে পড়ে।
ঢাকা
০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
সর্বশেষঃ
নৌপরিবহনের হালনাগাদ তথ্য চেয়ে রিট
-
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ০৭:৫১:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
- ১৬৮ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ