নিজস্ব প্রতিবেদক :
পদ্মা সেতু বাঙালির সততা ও আত্মবিশ্বাসের প্রতীক বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। আজ শনিবার সকালে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সুধী সমাবেশস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আতিকুল ইসলাম বলেন, আমাদের বিশ্বাস ছিল। তবে অনেকেই অবিশ্বাস করেছিল যে পদ্মা সেতু হবে না। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা প্রমাণ করলেন। পদ্মা সেতু আমাদের সততা ও আত্মবিশ্বাসের প্রতীক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আরও বলেন, পদ্মা সেতু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ভাষণের মতো। এই সেতু সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে- বাংলাদেশকে আর কেউ দাবিয়ে রাখতে পারবে না।