মোঃ জুয়েল হোসাইন :
বান্দরবান পার্বত্য জেলার মাননীয় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মাহাবুবুর রহমান মহোদয়ের সভাপতিত্বে জেলা ও দায়রা জজ আদালত সম্মেলন কক্ষে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স-(২২অক্টোবর) সকাল ১০টার সময় অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথির হিসেবে বক্তব্যে রাখছেন বান্দরবানের জেলা ও দায়রা জজ জনাব মোঃ ফজলে এলাহী ভূইয়া বলেন, পুলিশ ম্যাজিস্ট্রেসির পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা ফৌজদারী বিচার ব্যবস্থায় ন্যায়বিচার নিশ্চিত করবে। উক্ত কনফারেন্সে পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বলেন, বান্দরবানের জেলা পুলিশ ন্যায় প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। উক্ত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাননীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ জনাব জাহানারা ফেরদৌস, অতিরক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বিভিন্ন পর্যায়ের বিজ্ঞ জজ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার, রাষ্ট্রপক্ষের আইনজীবী,সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ,সিএসআই এবং সরকারের বিভিন্ন বিভাগের জেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সম্মেলনে মাননীয় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর পরিচালনায় আলোচ্যসূচীর উপর উন্মুক্ত আলোচনাপর্ব পরিচালিত হয়। বক্তারা আন্তঃবিভাগীয় সহযোগিতার মাধ্যমে বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।সবশেষে সভাপতির বক্তব্যে মাননীয় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।