স্পোর্টস ডেস্ক :
সোমবার ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনের ষষ্ঠ ওভারে রানআউটে কাঁটা পড়ে সাজঘরের পথ ধরেন ১০৯ রানের ইনিংস খেলা ডেভন কনওয়ে। তার বিদায়ে যেন খুশিই হয়েছিল হাগলি ওভালের দর্শকরা। কেননা কনওয়ে ফেরায়ই যে উইকেটে আসার সুযোগ পেয়েছেন বিদায়ী টেস্ট খেলতে নামা রস টেলর। তিনি আগেই ঘোষণা দিয়েছিলেন, বাংলাদেশের বিপক্ষে সিরিজেই তার শেষ টেস্ট ম্যাচ হবে। তাই কনওয়ে আউট হওয়ার পর টেলর যখন নামলেন, তখন উইকেটের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে গার্ড অব অনার দেন বাংলাদেশ দলের ফিল্ডাররা। অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে হাত মিলিয়ে উইকেটে যান টেলর। বাংলাদেশের এই সম্মান দেওয়ার ঘটনা ক্রিকেটবিশ্বে বেশ ভালো সাড়া পেয়েছে। ক্যারিয়ারের শেষ ম্যাচে কিউই কিংবদন্তিকে গার্ড অব অনার দেওয়ায় সবাই ধন্যবাদ দিয়েছে বাংলাদেশ দলকেও। ম্যাচ শেষেও স্বাভাবিকভাবেই এলো সেই গার্ড অব অনারের প্রসঙ্গ। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের এক সাংবাদিক জানতে চাইলেন, টেলরকে গার্ড অব অনারের মাধ্যমে সম্মানিত করার চিন্তা কীভাবে এলো বাংলাদেশ দলের ভেতর। বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক জানান, মূলত প্রথম টেস্টের সময়ই টেলর সম্মানিত করার কথা ভেবে রেখেছিল বাংলাদেশ। তার ভাষ্য, ‘আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখেছিলাম চতুর্থ ও পঞ্চম দিনে বৃষ্টি হতে পারে। আমরা খেলোয়াড় ও টিম ম্যানেজম্যান্ট মিলে প্রথম ম্যাচের সময়ই সিদ্ধান্ত নিয়েছিলাম (গার্ড অব অনার দেওয়ার ব্যাপারে)। আমরা জানতাম, এটি রস টেলরের শেষ টেস্ট ম্যাচ। তাই আমরা তার ক্যারিয়ারের জন্য তাকে সম্মান দেওয়ার সিদ্ধান্ত নেই।’ মুমিনুল আরও যোগ করেন, ‘তো এভাবেই আসলে সিদ্ধান্তটা হয় এবং সবাই এটিকে স্বাগত জানায়, খুশি হয়েছে এতে। অধিনায়ক হিসেবে আমি নিজেও খুব খুশি এবং টেলরের মতো নিউজিল্যান্ড ক্রিকেটের কিংবদন্তিকে সম্মান দিতে পারা সত্যিই বিশেষ অনুভূতি।’ এসময় টেলরের ক্যারিয়ার সম্পর্কে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমি যখন খেলা শুরু করি, বড় হতে হতে তাকে খেলতে দেখেছি। সে নিউজিল্যান্ড ক্রিকেটের কিংবদন্তি। পুরো ক্যারিয়ারজুড়েই সে দুর্দান্ত ছিল। যেভাবে সে ক্যারিয়ার শেষ করেছে, দুর্দান্ত। আমরা তাকে ভালোবাসি, সবাই তাকে মিস করবে। জীবনের বাকি অংশের জন্য শুভকামনা।’
টাইগারদের থেকে এমন সম্মান পেয়ে আপ্লুত টেইলর
কাল যদি নিউজিল্যান্ড বাংলাদেশকে ফলোঅন করায়, তাহলে গতকাল সোমবার ক্যারিয়ারের শেষ টেস্ট ইনিংসটা খেলে ফেললেন রস টেইলর। পূর্বঘোষণা অনুযায়ী ক্রাইস্টচার্চ টেস্টের পর এই ফরম্যাট থেকে অবসর নেবেন নিউজিল্যান্ডের এই অভিজ্ঞ ব্যাটার। গতকাল সোমবার তিনি খেলেছেন ৩৯ বলে ২৮ রানের ইনিংস। মাঠে নামার আগে টেইলরকে গার্ড অব অনার দিয়েছেন টাইগার ক্রিকেটাররা। সোমবার দ্বিতীয় দিন সকালে ডেভন কনওয়ে রান আউট হওয়ার পর ব্যাট হাতে মাঠে নামেন ৩৭ বছর বয়সী টেইলর। মাঠে প্রবেশের সময় হ্যাগলি ওভালের দর্শকরা উঠে দাঁড়িয়ে তুমুল হর্ষধ্বনি ও করতালির মাধ্যমে তাঁকে স্বাগত জানায়। মাঠের ভেতরে বাংলাদেশ দলের ক্রিকেটাররা মুখোমুখি দুই সারিতে দাঁড়িয়ে ‘গার্ড অব অনার’ দেন এই কিউই গ্রেটকে। সেই সময় আম্পায়ারদ্বয় টাইগারদের পাশে দাঁড়িয়ে টেইলরকে বিদায়ি সম্ভাষণ জানান। বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে করমর্দন করে টেইলর ক্রিজে যান। টাইগারদের থেকে এমন সম্মান পেয়ে আপ্লুত টেইলর। দিনের খেলা শেষে ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ বাংলাদেশ, ক্রিজে যাওয়ার সময় সত্যিকারের সম্মানজনক একটি মুহূর্ত উপহার দেওয়ায়। এটা এমন কিছু, যা আমি কখনোই ভুলব না।