• বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৮:২৫ অপরাহ্ন
  • ই-পেপার
সর্বশেষ
ফ্যাসিবাদী রাজনৈতিক দলের স্থান নেই: ফিনান্সিয়াল টাইমসকে ড. ইউনূস ‘ন্যাশনাল মেরিটাইম পোর্ট স্ট্র্যাটেজি’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার: নৌ-উপদেষ্টা খালেদা জিয়াকে যুক্তরাজ্য যেতে ভিসা সহযোগিতা দেওয়া হবে: পররাষ্ট্র উপদেষ্টা সাবেক মন্ত্রী-এমপিসহ ৪৯ জনকে গ্রেপ্তার দেখালো আদালত সরকার নির্ধারিত নিত্যপণ্যের দর থেকে বাজারের দামে আকাশ-পাতাল ব্যবধান এবছরও ডেঙ্গুতে পুরুষরা বেশি আক্রান্ত হলেও মৃত্যু বেশি নারীদের রাজধানীতে ১৫ কোটি টাকার জাল স্ট্যাম্পসহ গ্রেপ্তার ৪ বীর বাহাদুরের অবৈধ দখল উদ্ধার করল জেলাপ্রশাসন বান্দরবানে বন্ধ থাকবে ৭০টি অবৈধ ইটভাটা ইউনিয়ন ব্যাংকে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর পদক্ষেপে দারিদ্র্যের হার ২১ শতাংশে নেমেছে: স্পিকার

Reporter Name / ৮৩ Time View
Update : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদক :
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যকর পদক্ষেপের ফলে দারিদ্র্যের হার ৪০ শতাংশ থেকে ২১ শতাংশে নেমে এসেছে।’
মঙ্গলবার (১৯ জুলাই) স্পিকারের সঙ্গে বাংলাদেশে সফররত ইউরোপীয় পার্লামেন্টের সদস্য হেইডি হাউটালার নেতৃত্বে ইন্টারন্যাশনাল ট্রেড কমিটির ছয় সদস্যের প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। এসময় তিনি এ কথা বলেন। সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- ইউরোপীয় পার্লামেন্টের সদস্য হোসে ম্যানুয়েল গার্সিয়া-মারগালো, সভেন সাইমন, আজনেস জোঙ্গেরিয়াস, জর্দি কানাস পেরেজ ও ম্যাক্সিমিলিয়ান ক্রাহ। সাক্ষাৎকালে তারা ব্যবসা-বাণিজ্য, জিএসপি সুবিধা, বাংলাদেশ শ্রম আইন, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান বাস্তবায়ন, তৈরি পোশাকশিল্প, আইন প্রণয়ন প্রক্রিয়া, সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এসময় স্পিকার আরও বলেন, সরকার দরিদ্র পরিবারের মায়েদের মোবাইলে মেয়েদের শিক্ষাবৃত্তি পাঠাচ্ছে। বিধবা, মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন ভাতাও দিচ্ছে। ফলে দেশে শিশুশ্রমও কমে এসেছে। তৈরি পোশাকশিল্পের ৮০ শতাংশ নারী শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। ফলে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হয়েছে। এসময় স্পিকার ইউরোপীয় পার্লামেন্টের ইন্টারন্যাশনাল ট্রেড কমিটির সদস্যদের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য আন্তরিক ভূমিকা নেওয়ার অনুরোধ জানান।
শিরীন শারমিন চৌধুরী আরও বলেন, ‘জাতীয় সংসদের সদস্য সংখ্যা ৩৫০ জন, যার মধ্যে ৩০০ জন সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। অবশিষ্ট ৫০ আসন নারীদের জন্য সংরক্ষিত। একাদশ জাতীয় সংসদে নারীর প্রতিনিধিত্ব হচ্ছে ২১ শতাংশ। জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য বুধবার আধঘণ্টা প্রশ্নোত্তর পর্ব নির্ধারিত রয়েছে, যেখানে বিরোধী দলের সংসদ সদস্যরা বেশি সুযোগ পান।’ ইউরোপীয় পার্লামেন্টের ইন্টারন্যাশনাল ট্রেড কমিটির প্রতিনিধি দলের সদস্যরা স্পিকারের কাছ থেকে শ্রম আইন সংশোধন, শিশুশ্রম, শিশু অধিকার ও সংসদীয় কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে জানার আগ্রহ জানান। এসময় তারা তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের বিষয়ে আন্তরিকভাবে পাশে থাকবেন বলে স্পিকারকে আশ্বস্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category