নিজস্ব প্রতিবেদক :
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর ‘রাজনীতিতে একটা স্বস্তিকর পরিস্থিতি এসেছে’ বলে মনে করছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর কারও কোনও মতামত থাকলে, সেটাও প্রধান উপদেষ্টাকে জানাতে পারেন বলেও তিনি উল্লেখ করেন। আজ রোববার ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। এখন রাজনৈতিক দলগুলো যার যার অবস্থান থেকে কথা বলবে।’ তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো যদি কোনও কথা বলেন, সেটা ওনারা প্রধান উপদেষ্টার কাছে নিশ্চয়ই বলবেন। সেপথ খোলা রয়েছে। সবার বক্তব্যই তিনি শুনবেন।’ যেকোনও সমস্যা সংলাপের মধ্য দিয়ে সমাধান হয় উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে আমরা সন্তুষ্ট।’ নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে বিএনপির এক ধরনের টানাপোড়েন ছিল, এই বৈঠকের মাধ্যমে সেটির অবসান হয়েছে কিনা- এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আসলে তেমন কিছু ছিল বলে তো মনে করি না। প্রক্রিয়াটা এমন- আপনি রাজনীতি বলেন, নির্বাচন বলেন, গণতন্ত্র বলেন, আর সংস্কারই বলেন; প্রত্যেক ক্ষেত্রেই সংলাপের মাধ্যমে এগোতে হবে। তাই সংলাপটা যে হচ্ছে, এটাকেই একটা সুসংবাদ মনে করি।’
সর্বশেষঃ
প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে স্বস্তিকর পরিস্থিতি এসেছে: উপদেষ্টা রিজওয়ানা
-
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ১০:০৪:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
- ১৭ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ