নিজস্ব প্রতিবেদক :
অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের মাঝে গভীর সমন্বয়ের প্রয়োজন বলে মন্তব্য করেছেন অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিব আবদুর রউফ তালুকদার। আজ বুধবার সকালে হোটেল ইন্টার কন্টিনেন্টালে বণিক বার্তার দ্বিতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২১ এ মূল প্রবন্ধ উপস্থাপনায় তিনি এ কথা বলেন। আব্দুর রউফ তালুকদার বলেন, গত (২০২০-২১) অর্থবছরে শীর্ষ অর্থনীতির ৪১টি দেশের মধ্যে মাত্র আটটি দেশের জিডিপি প্রবৃদ্ধি ইতিবাচক ছিল। যেখানে সবচেয়ে বেশি ইতিবাচক প্রবৃদ্ধি ছিল বাংলাদেশের। এটি সম্ভব হয়েছে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে যথাযথ যোগসূত্রের কারণে। এ প্রবৃদ্ধিকে আরও গতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের মাঝে সমন্বয়ের বিকল্প নেই। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ ফাইনান্স ও মূল্যস্ফীতি স্থিতিশীল রাখা। তবে এর পাশাপাশি বাংলাদেশ ব্যাংক দেশের উন্নয়নেও ভূমিকা রাখছে। স্বাধীনতার ৫০ বছরে অর্থনীতি এগিয়েছে, সহজ হয়েছে, খরচ কমেছে। গত ১০ বছরে বাংলাদেশ ব্যাংকের অবদান হলো অটোমেশন বা স্বয়ংক্রিয়তা। অর্থ বিভাগের এ জ্যেষ্ঠ সচিব বলেন, একসময় সরকারিভাবে ১০০ টাকা বিতরণ করতে সরকারের ২৫ টাকা খরচ হতো। এখন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন অ্যাকাউন্টে চলে যাচ্ছে। এতে মাত্র শূণ্য দশমিক ৭ শতাংশ খরচ হচ্ছে, সময় বেচে গেছে। এতে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ফজলে কবির, সাবেক তিন গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, ড. সালেহউদ্দিন আহমেদ ও ড. আতিউর রহমান। বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় দি সিটি ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও মাসরুর আরেফিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে এ সম্মেলন শুরু হয়।