মুুহাম্মদ আবু তাহের ভূঁইয়া :
ফেনী ইউনিভার্সিটির সিভিল ইন্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আয়োজনে এসএফডি ও বিএমডি অলিম্পিয়াড-২০২২ ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুন) দুপুরে এসোসিয়েশন অব সিভিল ইন্জিনিয়ারিং এর সহযোগিতায় ফেনীর সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রায় শতাধিক শিক্ষার্থী এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের নির্বাহী সদস্য ডা. এ.এস.এম তবারক উল্লাহ চৌধুরী বায়জীদ। সিভিল ইন্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান আলী আকবর সিয়ামের সভাপতিত্বে এবং সাইফুল ইসলাম সিফাত ও তাহমিনার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ফেনী ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার শাহ আলম, বিবিএ ডিপাটমেন্টের ডীন ইনচার্জ প্রফেসর আবুল কাশেম, পরীক্ষা নিয়ন্ত্রক হারুন আল রশীদ। অনুষ্ঠানে বক্তারা দক্ষ, প্রশিক্ষিত ও বিশ্বমানের ইঞ্জিনিয়ার তৈরি এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রযাতায় অবদান রাখার জন্য ফেনী ইউনিভার্সিটির ভূয়সী প্রশংসা করেন। এছাড?া অংশগ্রহণকারী শিক্ষার্থীদের দক্ষ ইঞ্জিনিয়ার এবং যোগ্য নেতৃত্বের গুণাবলী অর্জনের আশা ব্যক্ত করেন। সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান আলী আকবর সিয়াম বলেন, একটি দেশ তথা পরিকল্পিত পৃথিবি সৃষ্টির জন্য অগ্রণী ভূমিকা পালন করেন সিভিল ইঞ্জিনিয়াররা। আমরা আমাদের শিক্ষার্থীদের বিশ্বমানের ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।