মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া :
ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স, এনসিটিএফ এর উদ্যোগে রামপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়।
রবিবার (১৯ জুন) সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিভিসি নিউজ ও ডেইলি অবজার্ভার এর ফেনী জেলা প্রতিনিধি, লায়ন্স ক্লাব অফ ফেনী মুহুরীর আইপিপি ও ফেনী জেলা এনসিটিএফের উপদেষ্টা মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, রামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম, ফেনী জেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি ফয়েজ আহমদ ফকির, রামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল জলিল, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুলহক সহ অন্যান্য শিক্ষকমন্ডলী। ফেনী জেলা এনসিটিএফের সভাপতি বিবি হালিমা আক্তার হ্যাপির সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ইয়েস বাংলাদেশ ও ফেনী এনসিটিএফের জেলা স্বেচ্ছাসেবক তাসিন সোবহান, এনসিটিএফের যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল মাওয়া অর্পিতা, শিশু সাংবাদিক আদ্রিতা তাবাসসুম অমিসহ জেলা কমিটির ও রামপুর বালিকা উচ্চ বিদ্যালয় কমিটির সদস্যবৃন্দ। ফেনী জেলা এনসিটিএফের সদস্যবৃন্দ শিক্ষা প্রতিষ্ঠান আঙ্গিনায় বিভিন্ন ফলজ, বনজ এবং ঔষধি বৃক্ষের চারা রোপণ করেন। পরে তারা শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন।