মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষে ফেনী বিচার বিভাগের উদ্যোগে আলোচনা সভা এবং শিশুদের জন্য কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির উদযাপন শুরু হয়। পরে জেলা জজ আদালতের কনফারেন্স কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুননেছা সভায় সভাপতিত্ব করেন। সহকারী জজ বেগম সাদিয়া খানম এর সঞ্চলনায় সভার বত্তব্য রাখেন নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ ওসমান হায়দার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মোঃ কায়সার মাশাররফ ইউসুফ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আতাউল হক, যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ রোকন উদ্দিন কবির, সহকারী জজ মোঃ নিজাম উদ্দিন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফাতমা তুজ জোহরা মুনা।
সভায় জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুনুনেছা শিশুদের উদ্দেশ্যে বলেন, দেশপ্রেম ছিলো বঙ্গবন্ধুর এক অনন্য গুণ। বিলাসী জীবনের মোহ ছেড়ে প্রকৃত দেশপ্রেমিক এবং মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হওয়ার জন্য সভার সভাপতি প্রত্যেকের উদ্দেশ্যে উদাত্ত আহবান জানান।