• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন
  • ই-পেপার
সর্বশেষ
গুইমারায় ট্রাক ও মিনিট্রাক চালক সমবায় সমিতি’র শুভ উদ্বোধন ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হামাস বিতর্কিত ভূমিকায় জড়িত পুলিশসহ সব সরকারি কর্মকর্তাকে ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা বিদ্বেষপূর্ণ খালেদা জিয়া-তারেকসহ সব আসামি খালাস পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার কাজ চলছে: আইজিপি পদত্যাগ করলেন টিউলিপ প্রধান উপদেষ্টার কাছে চার সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর নির্বাচনের আগেই গণহত্যার বিচারের আশা আইন উপদেষ্টার বিপুলসংখ্যক গাড়ির ইঞ্জিন ভেজাল জ্বালানি তেলে নষ্ট হলেও পর্যাপ্ত নজরদারি নেই বছরের পর বছর নিলামের অপেক্ষায় কয়েক হাজার পণ্যভর্তি কনটেইনার

বঙ্গবন্ধু হত্যার পর উল্লাস নৃত্য করেছিল ফখরুলের পরিবার: নৌ প্রতিমন্ত্রী

Reporter Name / ৮৬ Time View
Update : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবার উল্লাস করেছিল বলে মন্তব্য করেছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ মিলনায়তনে আশ্রয়ণ প্রকল্প-২ টাস্ক ফোর্স কমিটির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, মির্জা ফখরুলের বাবা একজন কুখ্যাত রাজাকার ছিল। ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর তারা উল্লাস নৃত্য করেছিল। বাংলাদেশ যখন এগিয়ে যায়, তখন মির্জা ফখরুলদের গাত্রদাহ শুরু হয়। এদের দায়িত্বই হচ্ছে দেশকে পিছিয়ে দেওয়া। তিনি বলেন, বাংলাদেশের জনগণ নৌকায় ভোট দিয়েছিলে বলেই আজকের এই উন্নয়ন সম্ভব হচ্ছে। বিশ্ব ব্যাংক আজ বাংলাদেশের উন্নতি দেখে প্রশংসা করছে। আগামীতে বাংলাদেশের উন্নয়নে তারা আর্থিক সহায়তা অব্যাহত রাখবে বলে কথা দিয়েছে। যারা সংখ্যালঘুদের ওপর নির্যাতন করেছে, হাওয়া ভবন তৈরি করেছে, তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফসানা কাউসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মুস্তাফিজুর রহমান বাবু, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, জেলা পরিষদের সদস্য মোশাররফ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ওয়াজেদ আলী প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার নয়টি প্রকল্পে প্রায় ১১শ উপকারভোগীর মাঝে আর্থিক অনুদান, বাইসাইকেলসহ আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।
এ আগে গত সোমবার রাতে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রি আবদুর রৌফ চৌধুরীর স্মরণে দিনাজপুর ইনস্টিটিউট আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতার চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সেখানে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব দরবারে বাংলাদেশের ক্রীড়াঙ্গন আর পিছিয়ে নেই। নৌপ্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। সমগ্রহ পৃথিবী যখন টালমাটাল অবস্থায় তখন বাংলাদেশের অবস্থা স্বাভাবিক আছে। এটা কেবল সম্ভব হয়েছে শেখ হাসিনা সরকারের দুরদর্শী নেতত্বের কারণে। সেদিক থেকে দিনাজপুরও ভালো অবস্থায় আছে। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনও এখন আর পিছিয়ে নেই। এখন দেশের মেয়েরা খেলাধুলায় অনেক এগিয়ে। সবকিছু এগিয়ে নিয়ে যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) শাহ্ ইফতেখার আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিচুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমিজ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা প্রমুখ। উল্লেখ্য, চূড়ান্ত খেলায় স্কুল দ্বৈত পর্বে বিরল উপজেলার দুই বিদ্যালয়ের মধ্যে বিজয়ী হয় রাফি-মাশরাফি ও রানার্সআপ মশিউর-তাহা। উন্মুক্ত পুরুষ খেলায় বিজয়ী হয় বন্ধু কল্যাণ সংস্থা-দিনাজপুর ও রানার্সআপ বাবা ট্রেডার্স-নেকমরদ, ঠাকুরগাঁও। আর উন্মুক্ত মহিলা খেলার পর্বে বিজয়ী হয় আহম্মেদ মার্ট-দিনাজপুর ও রানার্সআপ মর্ণিং সান- রংপুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category