নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ‘এমভি সুলতান সানজা’ নামের লাইটার জাহাজডুবির দুদিন পর দুজনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।
শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ৭টার দিকে বহির্নোঙর থেকে ভাসমান এসব মরদেহ উদ্ধার করা হয়।
কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার (অপারেশান্স) লেফটেন্যান্ট কমান্ডার এম আশফাক বিন ইদ্রিস জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।
গত বুধবার (১১ অক্টোবর) বিকেল ৩টায় বহির্নোঙরে একটি জাহাজের ধাক্কায় ডুবে যায় ‘এমভি সুলতান সানজা’। এতে জাহাজটিতে ছয়জন নাবিক-শ্রমিক নিখোঁজ হন।
এদিকে কর্ণফুলী নদীর ইছানগর সি-রিসোর্স ডকইয়ার্ড ঘাটসংলগ্ন নদীতে ‘এফভি মাগফেরাত’ নামের ফিশিং ভেসেল ডুবির ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।