• মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:১৩ পূর্বাহ্ন
  • ই-পেপার

বাংলাদেশের জনগণ বঙ্গমাতাকে বঙ্গবন্ধুর মতো হৃদয়ে ধারণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name / ১০০ Time View
Update : সোমবার, ৮ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের সর্বস্তরের জনগণ বঙ্গমাতাকে বঙ্গবন্ধুর মতো হৃদয়ে ধারণ করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ সোমবার সুরক্ষাসেবা বিভাগের উদ্যোগে সচিবালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠানে মন্ত্রী এ মন্তব্য করেন। আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহীয়সী নারী বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব ৬ দফা আন্দোলন, ৭ মার্চের ভাষণসহ সকল আন্দোলনে নেপথ্যে থেকে বঙ্গবন্ধুকে প্রেরণা দিতেন। বঙ্গবন্ধু কারাগারে থাকা অবস্থায় বঙ্গবন্ধুর নির্দেশনা নেতাকর্মীদের কাছে পৌঁছে দিতেন। পরিবারের খরচ থেকেও টাকা বাঁচিয়ে নেতাকর্মীদের আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য টাকা দিতেন। বাংলাদেশের সর্বস্তরের জনগণ বঙ্গমাতাকে বঙ্গবন্ধুর মতো হৃদয়ে ধারণ করে। আলোচনা সভায় বক্তারা বঙ্গমাতার জীবনী নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে বঙ্গমাতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সুরক্ষাসেবা বিভাগের সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরীর সভাপতিত্বে বিভাগের বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধান এবং সুরক্ষাসেবা বিভাগ ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category