সর্বশেষঃ
বাংলাদেশ থেকে পাঁচ হাজার কর্মী নেবে রোমানিয়া: পররাষ্ট্রমন্ত্রী

দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ০৭:৪৮:১২ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
- / ২০২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন, রোমানিয়া বাংলাদেশের কর্মীদের জন্য ৫ হাজার ভিসা ইস্যু করবে। আজ সোমবার এক বার্তায় তিনি এ তথ্য জানান। ড. মোমেন জানান, রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সালের মার্চ থেকে ৩ মাসের জন্য ঢাকায় ৬ সদস্যের একটি কনস্যুলার টিম আগামী মার্চ মাসে তিন মাসের জন্য ঢাকায় আসবে। তারা ৩৪ ০০ মূলতবি ভিসাসহ প্রায় ৫ হাজার ভিসা ইস্যু করবে। কনস্যুলার টিমের কিছু স্থানীয় সহায়তা প্রয়োজন। এই প্রথম তারা বিদেশে এই ধরনের কনস্যুলার মিশন পাঠাচ্ছে। উল্লেখ্য, বাংলাদেশের রোমানিয়ার কোনো মিশন নেই। দিল্লীর মিশন থেকে রোমানিয়া বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখে।
ট্যাগস :