• বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৭ অপরাহ্ন
  • ই-পেপার

বাংলাদেশ-ভারত সম্পর্ক সুসংহত করতে পারে গণমাধ্যম: স্পিকার

Reporter Name / ৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদক :
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ-ভারতের সম্পর্ক কীভাবে সবচেয়ে বেশি সুসংহত করা যায়, সে বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে গণমাধ্যম। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সত্যতার মাপে সমাজ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক ও গণমাধ্যমের ভূমিকা, চ্যালেঞ্জ ও সম্ভাবন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় স্পিকার ভার্চুয়ালি যুক্ত ছিলেন। স্পিকার বলেন, গণমাধ্যমের প্রসার অবশ্যই গণতন্ত্রকে সুসংহত করে। বাংলাদেশ-ভারতের সম্পর্ক দুই দেশের সমস্যা, সম্ভাবনা, শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ওপর নির্ভরশীল। বর্তমানে উভয় দেশের সম্পর্ক সর্বোচ্চ চূড়ায় রয়েছে। আশা করি, সামনের দিনে এ সম্পর্ক আরও বাড়বে ও অভিন্ন সমস্যাগুলোর সমাধান হবে। দুই দেশের সম্পর্ক উন্নয়ন, স্থীতিশীলতা, বিভিন্ন সমস্যার সমাধান ও সম্ভাবনার ক্ষেত্রে উভয় দেশের সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। উভয় দেশের সম্পর্ক জোরদারে গণমাধ্যমের ভূমিকা রাখার সুযোগ রয়েছে। আশা করি, গণমাধ্যম সে কাজটি করে যাবে। ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গীতার্থ পাঠক বলেন, ভারত-বাংলাদেশ দুই দেশের মধ্যে কিছু সাধারণ ঐতিহ্য রয়েছে। তিন বিঘা করিডর, ফারাক্কা, তিস্তা নিয়ে অধিকারের বিষয় আছে। গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে মূল বিষয়গুলো কমপ্রোমাইজ করা উচিত নয়। ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, আমাদের ও ভারতের সম্পর্কের জটিলতা রয়েছে, কিন্তু ইতিহাসের কথা যেন না ভুলি। নদীর পানি বণ্টনে আমাদের চুক্তিতে আসতে হবে। কিন্তু তিস্তা নিয়ে দু দেশের মধ্যে সংশয় রয়েছে। ১১ বছর ধরে চুক্তিটি ঝুলে আছে। এটা নিয়ে আর কতদিন অপেক্ষা করবো? তিনি আরও বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে দুদেশের মধ্যে বৈসাদৃশ্য রয়েছে। আমরা ভারতের ৯ বিলিয়ন ডলারের মার্কেট, কিন্তু আমরা এ ক্ষেত্রে ভারতের কাছে কতটুকু গুরুত্ব পাচ্ছি? এসব ক্ষেত্রে সাংবাদিকদের ভুমিকা রাখতে হবে। ভারতের মিডিয়া দেখলে বোঝা যায় না যে, বাংলাদেশ তাদের কাছে গুরুত্বপূর্ণ। সেমিনারের জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category