বান্দরবানে ৩টি মামলার আলামত হিসেবে জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে!
মঙ্গলবার(১৪ নভেম্বর )বিকাল ৩টায় সময় বান্দরবান আদালত চত্বরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমান এর নির্দেশনায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃনূরুল হক এর উপস্থিতিতে এসব ধ্বংস করা হয়।
আদালত সূত্রে জানা যায়, বান্দরবান সদর থানার জব্দকৃত ৩টি মামলায় দেশি চোলাই মদ ১০লিটার, আফিম ১কেজি ২০০গ্রামও ১৫০পিচ ইয়াবা আইনি প্রক্রিয়া শেষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়! যার আনুমানিক ১কোটি ২০লাখ ৪৬হাজার টাকা।
এসময় উপস্থিত ছিলেন,কোর্ট পরিদর্শক একে ফজলুল হক, বান্দরবান সদর থানার তদন্তে কর্মকর্তা এসআই রাহুল রায় মিশু, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপ-পরিদর্শক মোঃ আফজাল, মালখানা ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই প্রিয়েল পালিত, জি আরও বিশ্বজিৎ,কনস্টেবল মোঃ আরিফ, মনি কুমার ত্রিপুরাও কনস্টেবল সাদেক প্রমুখ।