বান্দরবানে ২টি মামলার আলামত হিসেবে জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে!
বুধবার (১৫ নভেম্বর )বিকেলে বান্দরবান আদালত চত্বরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমান এর নির্দেশনায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইন এর উপস্থিতিতে এসব ধ্বংস করা হয়।
আদালত সূত্রে জানা যায়, আলীকদম থানার জব্দকৃত ২টি মামলায় ৫৫টি বিদেশি মদে বোতল যাহার বোতলের নাম লেখার আছে (Eagle Wihky)ও ৪৫৭০পিচ ইয়াবা আইনি প্রক্রিয়া শেষে মদে বোতলটি ভেঙে ড্রেনের ফেলে দেয়!
ও ইয়াবা ট্যাবলেট গুলো পানিতে ঢেলে গুড়িয়ে ধ্বংস করা হয়! যার আনুমানিক ৪৬লাখ ৩০ হাজার টাকা।
এসময় উপস্থিত ছিলেন,কোর্ট পরিদর্শক একে ফজলুল হক, আলীকদম থানার তদন্তে কর্মকর্তা এসআই মোঃ আবু ফয়সাল,মালখানা ভারপ্রাপ্ত ইনচার্জ সিএসআই ফখরুল আলম,জি আরও বিশ্বজিৎ,কনস্টেবল মোঃ আরিফ, মনি কুমার ত্রিপুরাও কনস্টেবল সাদেক প্রমুখ।