বান্দরবানে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় প্রায় ৪হাজার ব্রয়লার মুরগীর মৃত্যু হয়েছে, আর এতে এক খামারী ১০ লক্ষ টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শংকর ব্রয়লার ফার্ম এন্ড হ্যাচারীতে দুর্গন্ধ ছড়াচ্ছে সকাল থেকে। ফার্মের প্রবেশ মুখে মাটিতে পড়ে রয়েছে অসংখ্য মৃত ব্রয়লার মুরগী।
আর মুরগীর এমন মরার নির্বাক শংকর ব্রয়লার ফার্ম এন্ড হ্যাচারী স্বত্তাধিকারী শংকর দাশ। শংকর ব্রয়লার ফার্ম এন্ড হ্যাচারী স্বত্তাধিকারী শংকর তিনি জানান, গত ১১সেপ্টেম্বর রাত ১০টায় থেকে ১২সেপ্টেম্বর মঙ্গলবার সকাল৬.১০মিঃপর্যন্ত বান্দরবান জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল, আর দীর্ঘ সময়ে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের কারণে ফার্মের প্রায় ৪হাজার ব্রয়লার মুরগীর মারাযান এতে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
শংকর ব্রয়লার ফার্ম এন্ড হ্যাচারী স্বত্তাধিকারী শংকর দাশ (টিকলু) আরো জানান, ২০১৮ সাল থেকে কুহালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ব্রয়লার মুরগীর পালনের উদ্দ্যোগ নিয়ে একটি খামার তৈরি করি।
দীর্ঘদিন ভালো ভাবে ব্যবসা করতে পারিনি কারণ এই বিদ্যুৎ এর সমস্যা কারণে এখন আমার গতকাল বিদ্যুৎ লাইন বন্ধ থাকায় প্রায় ১০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে! কার কাছে বিচার দেবো এই কষ্ট টাকা সব শেষ হয়েছে বলে তিনি জানান!