মোঃ জুয়েল হোসাইন বান্দরবান জেলা প্রতিনিধি:
“আজ শুক্রবার ১১(নভেম্বর) সকাল সাড়ে ৯টায় মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ভবনের এই জনপ্রিয় মোহনা টেলিভিশন ১৩বর্ষপূর্তি মিলন মেলায় উৎযাপিত অনুষ্ঠান হয়েছে! এসময় উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ও বান্দরবান প্রেস ক্লাবে সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সাধারণ সম্পাদক মিনারুল হক ও বীর মুক্তিযোদ্ধা সিনিয়র সাংবাদিক এম এ হাকিম চৌধুরীর আরও বান্দরবান জেলায় প্রেসক্লাবে সদস্যবৃ্ন্দ প্রমুখ! প্রথমে শুরুতে কেক কেটে অনুষ্ঠান শুরু করেন পরের আজকের এই দিনের মোহনা টেলিভিশন বর্ষপূর্তি দিবস উপলক্ষে বক্তব্য দেয় মোহনা টেলিভিশন প্রতিনিধি রাহুুল বড়ুয়া ছোটন এসময় বলেছে ১ম বছর থেকে ১২বছরে পেরিয়ে ১৩বছর এই জন প্রিয় মোহনা টেলিভিশন এর মধ্যে কাজ করছি আপনাদের সবার দোয়া জন্য তাই আজকের উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই ও সমানে দিনের জন্য সবার কাছে দোয়া চাইছেন! মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ও বলেন আজকের এই মিলন মেলায় উৎযাপিত দিবস অংশ গ্রহণ করতে পারছি এটাই আমি খুশি আরও বলেন আমি চাই বান্দরবান জেলার নানান ধরনের অনুষ্ঠানও নানান কাজের প্রচার হউক আমরা যে কাজ করি সেটাই সারাদেশে জানুক এই কামনায় করছি বলে জানায়! এসময় প্রেসক্লাবে সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন বান্দরবান জেলার পত্রিকা ও মিডিয়া প্রিন্ট, টেলিভিশন ইত্যাদি যে যে প্রতিষ্ঠানের কাজ করুক না কেন আমরা আগামী দিনের থেকে নিউজ বিষয়ে কি ভাবেই লিখতে হয়, কিভাবেই উপস্থাপন করতে হয় সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়ে অনুষ্ঠানটি শেষ করছেন!