বান্দরবানে ৪টি মামলার আলামত হিসেবে জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে!
সোমবার ১১(সেপ্টেম্বর) বিকেলে সাড়ে ৩টায় সময় বান্দরবান আদালত চত্বরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমান এর নির্দেশনায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাইসুমা সুলতানা এর উপস্থিতিতে এসব ধ্বংস করা হয়।
আদালত সূত্রে জানা যায়, বান্দরবান সদর থানার জব্দকৃত ৪টি মামলায় দেশী চোলাই মদ ৯লিটার,ইয়াবা ১১৬পিচ আইনি প্রক্রিয়া শেষে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়! যার আনুমানিক ৪৮হাজার ৩০০টাকা।
এসময় উপস্থিত ছিলেন, কোর্ট পরিদর্শক মোঃ একে ফজলুল হক, বান্দরবান সদর থানার তদন্তে কর্মকর্তা এস আই আলমগীর , বান্দরবান জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিদর্শক মোঃ আফজাল হোসেন,মালখানা ভারপ্রাপ্ত ইনচার্জ এস আই মোঃ আরিফ ,জিআরও বিশ্বজিৎ,কনষ্টেবল সাদেক প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহাঙ্গীর হোসেন (দুলাল)
সম্পাদকীয় কার্যালয়ঃ ৫১/৫২ অতিশ দীপঙ্কর রোড, ২য় তলা, (মুগদা বিশ্ব রোড) ঢাকা - ১২১৪।
প্রাকাশিত কার্যালয়ঃ ৬০ নং দক্ষিন মুগদা পাড়া, ঢাকা - ১২১৪
মোবাইলঃ ০১৮১৯২৩১৪৮৮, ই-মেইলঃ ainbartabd@gmail.com
Copyright © 2023 দৈনিক আইন বার্তা. All rights reserved.