• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:২২ অপরাহ্ন
  • ই-পেপার
সর্বশেষ
এক সপ্তাহের মধ্যে হয়রানিমূলক গায়েবি মামলা প্রত্যাহার: আইন উপদেষ্টা ছাত্রশিবির ছাত্রসমাজের সবচেয়ে আপন: জামায়াত আমির বিশেষ ওএমএস’র মেয়াদ বাড়ছে না: অর্থ উপদেষ্টা নানামুখী অভিযানেও বন্ধ করা যাচ্ছে না নৌপথে মানব পাচার ভ্যাট মামলা ও বকেয়ায় আটক হাজার হাজার কোটি টাকা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ ক্ষুদ্রঋণ চালু করতে বাংলাদেশের সহযোগিতা চায় আর্জেন্টিনা বৈষম্যহীন দেশ গঠনে ভূমিকা রাখতে সাংবাদিকদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান ইসির চাহিদা অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখবে ইউএনডিপি সাকিব আল হাসানকে গ্রেপ্তারে পরোয়ানা রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বান্দরবানে সেনা জোন কর্তৃক ১০টি মাদ্রাসায় ইফতার সামগ্রী প্রদান

মোঃ জুয়েল হোসাইন বান্দরবান জেলা প্রতিনিধি : / ১২৪ Time View
Update : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

বান্দরবান সেনা জোনের তত্ত্বাবধায়নে বান্দরবান সদর উপজেলার অন্তর্গত দশটি মাদ্রাসা ও এতিমখানায় পবিত্র মাহে রমজান উপলক্ষে এক মাসের প্রয়োজনীয় ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে ।

আজ শুক্রবার ( ২৪ ই মার্চ) বিকাল ৪টায় বান্দরবান জোনের জোনাল স্টাফ অফিসার এর সঞ্চালনায় বান্দরবান সেনা জোনের উদ্যোগে বান্দরবান সদর উপজেলার অন্তর্গত দশটি মাদ্রাসার মাঝে প্রত্যেক মাদ্রাসায় ছয়টি উপকরণের সমন্বয়ে এক মাসের প্রয়োজনীয় ইফতার সামগ্রী প্রদান করা হয়।

বান্দরবান সেনাজোনের আওতাধীন ১০ টি মাদ্রাসা ও এতিমখানায় এক মাসের জন্য প্রদেয় ইফতার সামগ্রীর মধ্যে ছোলা, মুড়ি, চিনি, খেজুর, তৈল ও খেসারির ডাল সহ সর্বমোট ০৬ টি উপকরণ বিতরণ করা হয়। সর্বমোট দশটি মাদ্রাসা যথাক্রমে ফাতেমাতুজ জোহরা বালিকা মাদ্রাসা ও এতিমখানা, ইসলামিয়া শিক্ষা কেন্দ্র ও এতিমখানা, ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, বান্দরবান জেলা নুরানী এতিমখানা, জামিয়াতুল কামালাত তালিমুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানা, ওসমান বিন আফফান হেফজ ও এতিমখানা, কাইচতলী দারুল উলুম ইসলামিয়া হেফজ ও এতিমখানা, কদুখোলা নূরানী তালিমুল হেফজ ও এতিমখানা, হযরত আরবান আলি শাহ (রাঃ) নূরানী মাদ্রাসা ও এতিমখানা, ইসলামপুর রহিমিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় সর্বমোট ৫৫৩ জন এতিম শিক্ষার্থীর মাঝে এক মাসের প্রয়োজনীয় ইফতার সামগ্রী প্রদান করা হয়।

প্রদেয় ছয় প্রকার ইফতার সামগ্রীতে ৪৯৮.০০ কেজি ছোলা, ৩৩১.৫০০ কেজি মুড়ি, ৩৪৮.০০ কেজি চিনি, ৩৪৮.০০ কেজি খেজুর, ২৬৪.০০কেজি তৈল ও ২৪৮.০০ কেজি খেসারির ডাল বিতরণ করা হয়।

এতে সর্বমোট ৩ লক্ষ ৩১ হাজার ৫৭৭ টাকার ইফতার সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে: কর্ণেল মাহমুদুল হাসান, পিএসসি । এছাড়াও উপস্থিত ছিলেন দূরদূরান্ত হতে আগত দশটি মাদ্রাসার প্রতিনিধিগণ।

১০ টি মাদ্রাসা হতে আগত প্রত্যেক মাদ্রাসার প্রতিনিধিগণের হাতে বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার কর্তৃক ইফতার সামগ্রী সমূহ প্রদান করা হয়।

 

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে: কর্নেল মাহমুদুল হাসান পিএসসি, বলেন, বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে পবিত্র রমজান উপলক্ষে আপনাদের মাঝে এই সামান্য উপহার প্রদানের মাধ্যমে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা প্রদান করছি। এই ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে পবিত্র মাহে রমজানের খুশি ভাগাভাগি করে নেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।

আজকের এই সহযোগিতার পাশাপাশি পরবর্তীতেও সেনা জোনের পক্ষ থেকে বিভিন্ন দূঃসময়ে পাশে থেকে সাহায্য করার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category