০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ | ই-পেপার

বান্দরবানে ১৯ সন্ত্রাসীদেরকে ৩ দিনের রিমান্ডে

রবিবর ১৯(ফেব্রুয়ারি)বেলায় ১২টায় দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী)আদালত দায়িত্ব জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক সুরাইয়া আক্তার এর উপস্থিতিতে ১৬জঙ্গিও ৩কেএনএফ সন্ত্রাসীকে আদালতে হাজির করা হয়েছে! এসময়ে উপস্থিত ছিলেন সদর কোর্ট পরিদর্শক মোঃ আব্দুল মজিদও আইন শৃংখলা পুলিশ অফিসারসহ সকল পুলিশ সদস্যবৃন্দ প্রমুখ!

সূত্রে জানা যায় বান্দরবান থানচি থানার জঙ্গিও কেএমএফ সন্ত্রাসী বাহিনীদের বিরুদ্ধে মামলার দায়ের করার ১৭জঙ্গিও ৩কেএনএফ সন্ত্রাসীকে পুলিশ গ্রেফতার করেন বান্দরবান জেল হাজতে আটক রাখানোর হয়েছে! অদ্য ১৯(ফেব্রুয়ারি) রবিবার কোর্ট ধার্য্য তারিখ আছেন ১মামলার জঙ্গি মোঃ হবিবুর রহমান @মোড়াসহ আরও ১৫ জঙ্গিও লালমুন টিয়াম বমও মালসম পাংখুয়াসহ আরও এক কেএনএফ সদস্যকে আদালতে হাজির করার জন্য আনা হয়েছে!
আদালত নির্দেশনায় ১৬জঙ্গিসহ ৩কেএনএফ সন্ত্রাসীকে রাস্ট্র পক্ষে পুলিশ ৭দিন রিমান্ড এর জন্য আবেদন করিলে বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার ১৬জঙ্গিসহ ৩কেএনএফ ১৯জন সন্ত্রাসীদেরকে ৩দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন! এই ১মামলার ২০জন আসামীদের মধ্যে একজন আসামীর মোঃ মিরাজ শিকদার@আশরাফ হোসেন @দোলন অসুস্থ অবস্থায় জেলখানাতে আটক আছেন আদালতে হাজির নাই বলে আদেশ দেয়!

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সমৃদ্ধ হলে পুরো দক্ষিণ এশিয়া উন্নত হবে: প্রধান উপদেষ্টা

বান্দরবানে ১৯ সন্ত্রাসীদেরকে ৩ দিনের রিমান্ডে

আপডেট সময়ঃ ০৮:১১:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩

রবিবর ১৯(ফেব্রুয়ারি)বেলায় ১২টায় দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী)আদালত দায়িত্ব জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক সুরাইয়া আক্তার এর উপস্থিতিতে ১৬জঙ্গিও ৩কেএনএফ সন্ত্রাসীকে আদালতে হাজির করা হয়েছে! এসময়ে উপস্থিত ছিলেন সদর কোর্ট পরিদর্শক মোঃ আব্দুল মজিদও আইন শৃংখলা পুলিশ অফিসারসহ সকল পুলিশ সদস্যবৃন্দ প্রমুখ!

সূত্রে জানা যায় বান্দরবান থানচি থানার জঙ্গিও কেএমএফ সন্ত্রাসী বাহিনীদের বিরুদ্ধে মামলার দায়ের করার ১৭জঙ্গিও ৩কেএনএফ সন্ত্রাসীকে পুলিশ গ্রেফতার করেন বান্দরবান জেল হাজতে আটক রাখানোর হয়েছে! অদ্য ১৯(ফেব্রুয়ারি) রবিবার কোর্ট ধার্য্য তারিখ আছেন ১মামলার জঙ্গি মোঃ হবিবুর রহমান @মোড়াসহ আরও ১৫ জঙ্গিও লালমুন টিয়াম বমও মালসম পাংখুয়াসহ আরও এক কেএনএফ সদস্যকে আদালতে হাজির করার জন্য আনা হয়েছে!
আদালত নির্দেশনায় ১৬জঙ্গিসহ ৩কেএনএফ সন্ত্রাসীকে রাস্ট্র পক্ষে পুলিশ ৭দিন রিমান্ড এর জন্য আবেদন করিলে বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার ১৬জঙ্গিসহ ৩কেএনএফ ১৯জন সন্ত্রাসীদেরকে ৩দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন! এই ১মামলার ২০জন আসামীদের মধ্যে একজন আসামীর মোঃ মিরাজ শিকদার@আশরাফ হোসেন @দোলন অসুস্থ অবস্থায় জেলখানাতে আটক আছেন আদালতে হাজির নাই বলে আদেশ দেয়!