মোঃ জুয়েল হোসাইন :
“প্রকৃতি-পরিবেশ,আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” এই স্লোগান কে সামনে রেখে বৃক্ষ রোপন কর্মসূচি ২০২২ সপ্তাহ পালন করেছে বান্দরবান জেলা ২৭ আনছার ব্যাটালিয়ন সদর দপ্তর,সুয়ালক বান্দরবান। কর্মসূচি উপলক্ষে ৬ই জুলাই (বুধবার) সুয়ালক আনছার সদর দপ্তর প্রাঙ্গনে একটি করে ফলজ,বনজ,ঔষধী গাছ রোপন করে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি কোম্পানি কমান্ডার মোঃ মমিন উদ্দিন (সিএ)। প্রধান অতিথি কোম্পানি কমান্ডার মোঃ মমিন উদ্দিন (সিএ) বলেন গাছ আমাদের বন্ধু,পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্যের সৌন্দর্য বজায় রাখার জন্য সকলের উচিত অন্তত একটি করে ফলজ,বনজ,ঔষধি গাছ লাগানো।তিনি আরো বলেন পার্বত্য বান্দরবানে প্রাকৃতিক ভাবে সৃষ্ট বনাঞ্চলের পাশাপাশি,সামাজিক বনায়ন সৃষ্টিতে সকলকে উদ্বুদ্ধ করতে হবে পাশাপাশি অবৈধ গাছ কাটা ও চোরাচালান রোধে অত্র ব্যাটেলিয়নের কার্যক্রমকে আরো বেশি গতিশীল করতে হবে।
বৃক্ষরোপন কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭ আনছার ব্যাটেলিয়নের প্লাটুন কমান্ডার জসিম উদ্দীন (বিএইচএম), সহকারী প্লাটুন কমান্ডার নুরুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আনছার ব্যাটেলিয়ন সদর দপ্তরের ইউনিটের সৈনিক সদস্য বৃন্দ প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধনের পর সদর দপ্তরের আশেপাশে আরো ১০৭টি বনজ,ফলজ এবং ঔষধি গাছের চারা রোপন করা হয়।আনছার সদরদপ্তরের সুত্রে জানানো হয় এ ধরনের বৃক্ষ রোপন কর্মসূচি আগামীতেও চলমান থাকবে।