• বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৬:১৬ অপরাহ্ন
  • ই-পেপার

বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এর অডিটোরিয়ামে হেডম্যানদের সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name / ১৫৭ Time View
Update : শনিবার, ২ জুলাই, ২০২২

মোঃ জুয়েল হোসাইন :
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সেনা রিজিয়নের পৃষ্ঠপোষকতায় বান্দরবান সদর জোনের সার্বিক তত্ত্বাবধায়নে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অডিটোরিয়ামে বান্দরবান জেলার সকল হেডম্যানের উপস্থিতিতে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ জুন ২০২২ তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ০৯:০০ ঘটিকায় বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের মিলনায়তনে বান্দরবান জেলার অধীনস্থ সাতটি উপজেলার তথা সকল জোনের আওতাধীন হেডম্যান বৃন্দদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোমাং সার্কেল চীফ জনাব উ চ প্রু চৌধুরী, এছাড়াও সকল জোনের জোন কমান্ডার মহোদয়, অত্র রিজিয়নের অফিসার্স বৃন্দ, দূরদূরান্ত হতে আগত সম্মানিত হেডম্যানগণসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে আমন্ত্রিত হেডম্যানগণ এর মধ্যে সকল উপজেলায় একজন করে প্রতিনিধি হেডম্যান বক্তৃতা প্রদান করেন। তারা সকলেই এই আয়োজনকে সাধুবাদ জানান পাশাপাশি হেডম্যানদের পক্ষ থেকে প্রশাসনকে সকল প্রকার সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বোমাং সার্কেল চিফ তার বক্তব্যে দেশের সেনাবাহিনীর ভুয়োসি প্রশংসা করে বলেন, সেনাবাহিনীর অকৃত্রিম পরিশ্রম ও প্রচেষ্টায় পার্বত্য অঞ্চল আজ সমৃদ্ধশীল। পার্বত্য অঞ্চলের নাগরিক হিসেবে প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করা আমাদের দায?িত্ব। দেশের প্রশাসন এবং সরকারের প্রতি আস্থা রেখে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সেনাবাহিনী দেশের জন্য নিরলস কাজ করে যাচ্ছে। দেশের যেকোনো কাজের অগ্রভাগে সেনাবাহিনীর অবদান উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে। পার্বত্য অঞ্চলেও সেনাবাহিনীর অবদান অপরিহার্য । সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি পার্বত্য অঞ্চলে সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার লক্ষ্যেই আজকের এই সম্মেলন। প্রশাসনের প্রয়োজনীয় সকল সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি সেনাবাহিনীও তাদের সকল কাজে সহযোগিতা করার জন্য প্রস্তুত বলে আশ্বাস দেন। পরিশেষে সকলকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ এবং মধ্যাহ্ন ভোজের মাধ্যমে একযোগে পার্বত্য অঞ্চলের শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category