মোঃজুয়েল হোসাইন বান্দরবান প্রতিনিধি :
কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র” প্রতিপাদ্যে দেশের অন্যান্য স্থানের মতো শনিবার ( ২৯ অক্টোবর) সকাল ১০ টায় বান্দরবান সদর থানার উদ্যোগে পৃথক পৃথক ভাবে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়। এই উপলক্ষ্যে বান্দরবান সদর থানার উদ্যোগে বান্দরবান সদর থানার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বান্দরবান সদর পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম, এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বান্দরবান প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু ও অন্যন্যা সদস্যবৃন্দ! সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বান্দরবান সদর থানার পুলিশ সদস্য, পরিবহন শ্রমিক এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরো একটি র্যালি বান্দরবান সদর থানার এলাকা হতে শুরু হয়ে বান্দরবান পৌরসভা প্রদক্ষিণ করে আবারোও অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। এদিকে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে বান্দরবান সদরবথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে বান্দরবান সদর থানার হতে একটি বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে বান্দরবান পৌরসভার, পরিষদে গিয়ে শেষ হয়। আজকের আলোচনায় বক্তারা বলেন, পুলিশে জনতা, জনতায় পুলিশ এই মুল মন্ত্রকে সামনে রেখে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পুলিশ সদস্যরা এলাকায় অপরাধ প্রতিরোধ, নিবারন, নিয়ন্ত্রণ করে আসছেন। চোরাচালান সহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে পুলিশ সদস্যরা জনগণ ও জনপ্রতিনিধিদের প্রতি অনুরোধ জানান।