বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আজুখাইয়া, ঘুমধুম ইউনিয়নে পরিবেশের ক্ষতিকরে নিয়মবহির্ভূত ভাবে অবৈধভাবে গড়ে উঠা ৪টি ইট ভাটায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট পরিচালনা হয়েছে! এসময় কেআরএফ ব্রিকস কে ৩লাখ টাকা জরিমানা সহ উচ্ছেদ সহ আরো ৩টি ইটভাটা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদকৃত ইটভাটা গুলো হলো কেআরএস ব্রিকস,এমএইচবি ব্রিকস,বিআরই ব্রিকস। এসময় মোবাইল কোর্ট ইট তৈরীর চুল্লী পানি দিয়ে গুড়িয়ে দেয়া,কাঁচা ইট ভেঙ্গে ফেলে। ৬ই মার্চ (সোমবার) পরিচালিত মোবাইল কোর্টের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ।এসময় আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের জুনিয়র কেমিস্ট মোঃ আবদুস ছালাম র্যাবের উর্ধতন কর্মকর্তা ও সদস্য বৃন্দ।
অভিযান সম্পর্কে পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক ফকর উদ্দিন চৌধুরী বলেন নাইক্ষ্যংছড়ি উপজেলায় এখনো অনেক অবৈধভাবে গড়ে উঠা ইটভাটা পরিচালনা করে আসছে যার অধিকাংশই পরিবেশের ক্ষতিকরে আইন না মেনে পরিচালিত হয়ে আসছে। তিনি আরো বলেন অবৈধভাবে গড়ে উঠা সকল ইটভাটা উচ্ছেদ ও বন্ধে আমাদের এ ধরনের অভিযান আগামীতেও চলমান থাকবে বলে জানান!