০৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫ | ই-পেপার

বিএনপির সময় বিদ্যুতের পরিবর্তে খাম্বা উপহার পেয়েছিল জনগণ: কাদের

  • দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৮:৩৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২
  • ১৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
বিএনপির শাসনামলে জনগণ বিদ্যুতের পরিবর্তে খাম্বা এবং পুলিশের গুলিতে লাশ উপহার পেয়েছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক সভায় এ কথা জানান তিনি। সারাবিশ্বে এখন বিদ্যুতের সমস্যা উল্লেখ করে সবাইকে ধৈর্য ধরে এ সমস্যা মোকাবিলার আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নেতারা যখন বিদ্যুৎ নিয়ে কথা বলে তখন তাদের শাসনামলের ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের সেই দুঃসময়ের কথা মনে পড়ে যায়। ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি নেতাদের যদি লজ্জা থাকতো তাহলে তারা লোডশেডিং নিয়ে কথা বলতেন না। শেখ হাসিনার মতো দক্ষ নেতা ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশ এখনো বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে অর্থনীতিতে ভারসাম্য বজায় রেখেছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য আবদুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কাস্টমস, ভ্যাট ও আয়করের সব দপ্তর দুই শনিবার খোলা

বিএনপির সময় বিদ্যুতের পরিবর্তে খাম্বা উপহার পেয়েছিল জনগণ: কাদের

আপডেট সময়ঃ ০৮:৩৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২

নিজস্ব প্রতিবেদক :
বিএনপির শাসনামলে জনগণ বিদ্যুতের পরিবর্তে খাম্বা এবং পুলিশের গুলিতে লাশ উপহার পেয়েছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক সভায় এ কথা জানান তিনি। সারাবিশ্বে এখন বিদ্যুতের সমস্যা উল্লেখ করে সবাইকে ধৈর্য ধরে এ সমস্যা মোকাবিলার আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নেতারা যখন বিদ্যুৎ নিয়ে কথা বলে তখন তাদের শাসনামলের ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের সেই দুঃসময়ের কথা মনে পড়ে যায়। ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি নেতাদের যদি লজ্জা থাকতো তাহলে তারা লোডশেডিং নিয়ে কথা বলতেন না। শেখ হাসিনার মতো দক্ষ নেতা ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশ এখনো বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে অর্থনীতিতে ভারসাম্য বজায় রেখেছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য আবদুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।