নিজস্ব প্রতিবেদক :
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি যাদের সব নেতারাই দুর্নীতিবাজ তারা যদি কোনোভাবে ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। আজ সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। আইনমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার এবং তার নেতৃত্বে (আমরা) স্বাধীনভাবে এবং অত্যন্ত স্থিতিশীলভাবে জীবনযাপন করছি। বিএনপি-জামায়াতের যারা আছেন, তাদের এ বিষয়টি সহ্য হচ্ছে না। তারা অস্থিতিশীল অবস্থা এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। আপনারা (দলীয় নেতাকর্মী) বঙ্গবন্ধুর সৈনিক এবং জননেত্রী শেখ হাসিনার শক্তি। আপনারা বিএনপি-জামায়াতের অস্থিতিশীল অবস্থা সৃষ্টির চেষ্টাকে নিজ নিজ জায়গা থেকে প্রতিহত করবেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহাঙ্গীর হোসেন (দুলাল)
সম্পাদকীয় কার্যালয়ঃ ৫১/৫২ অতিশ দীপঙ্কর রোড, ২য় তলা, (মুগদা বিশ্ব রোড) ঢাকা - ১২১৪।
প্রাকাশিত কার্যালয়ঃ ৬০ নং দক্ষিন মুগদা পাড়া, ঢাকা - ১২১৪
মোবাইলঃ ০১৮১৯২৩১৪৮৮, ই-মেইলঃ [email protected]
Copyright © 2024 দৈনিক আইন বার্তা. All rights reserved.